পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দর্শনার্থীরা মাস্ক পরছেন তো ? রায়গঞ্জ শহর পরিদর্শনে জেলাশাসক

দর্শনার্থীরা মাস্ক পরছেন কি না ? সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে কি না ? সেই বিষয়টি খতিয়ে দেখতে মহাষ্টমীর রাতে শহরের শিলিগুড়ি মোড় থেকে বিদ্রোহী মোড় পর্যন্ত পরিদর্শন করেন আধিকারিকরা ৷

Raiganj
রায়গঞ্জ

By

Published : Oct 25, 2020, 1:50 PM IST

রায়গঞ্জ, 25 অক্টোবর : রায়গঞ্জে শহর পরিদর্শন করলেন জেলাশাসক অরবিন্দ কুমার মীনা, পুলিশ সুপার সুমিত কুমার ৷ সঙ্গে ছিলেন মহকুমা শাসক অর্ঘ্য ঘোষ, রায়গঞ্জ থানার IC সুরজ থাপা সহ জেলা পুলিশের আধিকারিকরা ৷

দর্শনার্থীরা মাস্ক পরছেন কি না ? সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে কি না ? সেই বিষয় খতিয়ে দেখেন তাঁরা ৷ মহাষ্টমীর রাতে শহরের শিলিগুড়ি মোড় থেকে বিদ্রোহী মোড় পর্যন্ত পরিদর্শন করেন আধিকারিকরা ৷ পরিদর্শনের পর জেলাশাসক ও পুলিশ সুপার বলেন, সাধারণ মানুষ সচেতন ভাবেই প্রতিমা দর্শন করছে ৷ সামাজিক দূরত্ব বজায় রেখে ভিড় এড়িয়েই যাতায়াত করছে তারা ৷

রায়গঞ্জ শহরে ছোটো-বড় মিলিয়ে প্রায় 300টি দুর্গাপুজো হয় ৷ শহরের রাস্তার দুধারে বেশ কয়েকটি বিগ বাজেটের পুজো হয় ৷ পুজো দেখতে ভিড় করেন কয়েক হাজার দর্শনার্থী ৷ দর্শনার্থীরা পুজো দেখতে বেরিয়ে মুখে মাস্ক পরেছেন কি না এবং যতটা সম্ভব ভিড় এড়িয়ে সামাজিক দূরত্ব বিধি মেনে চলছেন কি না তা খতিয়ে দেখেন প্রশাসনের আধিকারিকরা ৷ শিলিগুড়ি মোড় থেকে নেতাজি সুভাষ রোড ও মহাত্মা গান্ধি রোড হয়ে বিদ্রোহী মোড় পর্যন্ত পরিদর্শন করেন তাঁরা । পরিদর্শন শেষে জেলাশাসক অরবিন্দ কুমার মীনা ও রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার বলেন, "সাধারণ মানুষ কোরোনা পরিস্থিতিতে সচেতনতার সঙ্গে পুজো দর্শন করছে । সামাজিক দূরত্বও বজায় রেখেছে । পুজো দেখাকে কেন্দ্র করে রায়গঞ্জ শহরের রাস্তায় তেমন ভিড় দেখা যায়নি ।"

ABOUT THE AUTHOR

...view details