রায়গঞ্জ , 6 এপ্রিল : কোরোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে চিকিৎসক , নার্স , স্বাস্থ্যকর্মী এবং গ্রামগঞ্জের আশাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন । তাঁদের কাজের সুবিধার্থে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের হাতে 1 হাজার PPE কিট এবং 2 হাজার সার্জিকাল মাস্ক তুলে দিল জেলা যুব তৃণমূল কংগ্রেস ।
সোমবার , রায়গঞ্জ কর্নজোড়ায় জেলাশাসক অরবিন্দ কুমার মীনার হাতে PPE কিট ও সার্জিক্যাল মাস্ক তুলে দেন উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম পাল । এর মধ্যে 1 হাজার কিটস হাসপাতালে চিকিৎসক , নার্সদের জন্য ৷ আর বাকি 2 হাজার সার্জিকাল মাস্ক দেওয়া হয় আশাকর্মীদের জন্য ৷ যুব তৃনমূল কংগ্রেসের দেওয়া এই সরঞ্জাম জেলার স্বাস্থ্যকর্মীদের খুব উপকারে লাগবে বলে জানিয়েছেন জেলাশাসক অরবিন্দ কুমার মীনা । পাশাপাশি তৃণমূল যুব কংগ্রেসের এই উদ্যোগের জন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি ।