পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রায়গঞ্জে বিক্ষোভ জেলা কংগ্রেসের - rising prices of petroleum products

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে রায়গঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালন করল উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস ৷ এআইসিসির নির্দেশ অনুযায়ী এই বিক্ষোভ কর্মসূচি বলে জানান রায়গঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি লিয়াকত আলি ৷

পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রায়গঞ্জে বিক্ষোভ জেলা কংগ্রেসের
পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রায়গঞ্জে বিক্ষোভ জেলা কংগ্রেসের

By

Published : Jun 11, 2021, 7:02 PM IST

রায়গঞ্জ, 11 জুন : পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালন করল উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস । আজ রায়গঞ্জ শহরের নেতাজি সুভাষ রোডে অবস্থিত গীতাঞ্জলি হলের পাশে পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ দেখান জেলা কংগ্রেস কর্মীরা ।

এদিন বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন রায়গঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি লিয়াকত আলি, জেলা যুব কংগ্রেস সভাপতি তুষারকান্তি গুহ, প্রবীণ কংগ্রেস নেতা তিলকতীর্থ ভৌমিক সহ অসংখ্য কংগ্রেস নেতা-কর্মীরা ।

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে রায়গঞ্জে পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ কর্মসূচী পালন করল উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস

রায়গঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি লিয়াকত আলি জানান, প্রতিদিনই অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধি ঘটছে ডিজেল ও পেট্রোলের । একশো টাকা ছুঁই ছুঁই পেট্রোল কিনতে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের ৷ পেট্রোপণ্যের পাশাপাশি নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ায় চরম কষ্টের মধ্যে পড়েছেন সাধারণ মানুষ । এর জন্য সম্পূর্ণভাবে দায়ী কেন্দ্রের বিজেপি সরকার । পেট্রোপণ্যের মূল্য কমাতে সম্পূর্ণরূপে ব্যর্থ নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার । এরই বিরুদ্ধে আন্দোলনে নেমেছে ভারতের জাতীয় কংগ্রেস দল ।

পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রায়গঞ্জে বিক্ষোভ জেলা কংগ্রেসের

তিনি আরও জানান, এআইসিসির নির্দেশ অনুযায়ী সারা দেশের প্রতিটি জেলায় পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে । সেই কর্মসূচি অনুযায়ী আজ উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের পক্ষ থেকে রায়গঞ্জের মোহনবাটি এলাকায় পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় ।

আরও পড়ুন :আগামী তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা

ABOUT THE AUTHOR

...view details