রায়গঞ্জ , 22 এপ্রিল : লকডাউনের জেরে কাজ বন্ধ ৷ ফলে খাদ্য সংকটে ভুগছেন দুস্থ মানুষগুলি ৷ কখনও এক বেলা খেয়ে বা অভুক্ত অবস্থায় তাঁদের দিন কাটছে ৷ তাঁদের খাবারের দাবিতে এবার থালা বাজিয়ে প্রতিবাদ জানাল উত্তর দিনাজপুর জেলা BJP কমিটি ।
অভুক্তের খাবারের দাবিতে থালা বাজিয়ে প্রতিবাদ জেলা BJP কমিটির - উত্তর দিনাজপুর জেলা BJP কমিটি
কোরোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে চলছে লকডাউন ৷ এই লকডাউনে গরিব, দুস্থ মানুষ কর্মহীন হয়ে পড়ায় তাঁরা অভুক্ত রয়েছেন । উত্তর দিনাজপুর জেলা BJP কমিটির অভিযোগ , রেশন নিয়ে শাসকদল রাজনীতি করছে ৷ ফলে দুস্থ মানুষগুলির কাছে রেশন পৌঁছাচ্ছে না ৷ এরই প্রতিবাদের তাঁরা আজ থালা বাজিয়ে প্রতিবাদ জানান ৷
BJP-র জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ির নেতৃত্বে BJP কর্মী সমর্থকেরা রায়গঞ্জ শহরের মহাত্মা গান্ধি রোডে দলীয় জেলা কার্যালয়ের সামনে এই অভিনব প্রতিবাদে শামিল হন । BJP-র জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি অভিযোগ করেন ,গরিব মানুষদের জন্য পাঠানো রেশনের খাদ্যসামগ্রী রাজ্যের শাসক দলের নেতারা লুট করছেন । রেশন থেকে খাদ্যসামগ্রী তুলে নিয়ে নিজেদের দলীয় কর্মীদের মধ্যে বিলি করছেন । তৃণমূল কংগ্রেসের দলীয় রাজনীতির প্রতিবাদে এবং অভুক্ত মানুষের মুখে খাবার তুলে দেওয়ার দাবিতে আজ BJP-র পক্ষ থেকে থালা বাজিয়ে বিক্ষোভ দেখানো হয় ।
কোরোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে চলছে লকডাউন ৷ এই লকডাউনে গরিব, দুস্থ মানুষ কর্মহীন হয়ে পড়ায় তাঁরা অভুক্ত রয়েছেন । উত্তর দিনাজপুর জেলা BJP-র সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি অভিযোগ করে বলেন , "রাজ্যের শাসক দল গরিব মানুষের এই খাদ্যসামগ্রী প্রকৃত দুস্থ গরিব মানুষকে না দিয়ে সংকীর্ণ দলীয় রাজনীতি করছে । অভুক্ত থাকছেন উত্তর দিনাজপুর জেলার বহু মানুষ । তাই তাঁদের খাবারের দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আজ থালা বাজিয়ে প্রতিবাদ করছি । আমাদের দাবি , অবিলম্বে সংকীর্ণ দলীয় রাজনীতি বন্ধ করে প্রকৃত দুস্থ মানুষের হাতে রেশনের খাদ্যসামগ্রী তুলে দেওয়া হোক ।"