রায়গঞ্জ, 7 অক্টোবর : ভোটের কাজে এসে পথ দুর্ঘটনায় মৃত ব্যক্তির পরিবারকে 15 লাখ টাকা আর্থিক সাহায্য করল রাজ্য নির্বাচন কমিশন । বুধবার জেলাশাসক অরবিন্দ কুমার মীনা করণদিঘি ব্লকের মৃত ভোটকর্মী আকালু রায়ের পরিবারের হাতে আর্থিক সহায়তা হিসেবে 15 লাখ টাকার চেক তুলে দেন ।
দুর্ঘটনায় মৃত ভোটকর্মীর পরিবারকে 15 লাখ টাকা আর্থিক সাহায্য রাজ্য নির্বাচন কমিশনের - Voting staff died in RAIGANJ
গত বছর লোকসভা নির্বাচনের ভোটগ্রহণের প্রশিক্ষণ নিতে করণদিঘি ব্লকে এসেছিলেন গোয়ালপোখরের বাসিন্দা সরকারি কর্মী আকালু রায় । বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয় ।
![দুর্ঘটনায় মৃত ভোটকর্মীর পরিবারকে 15 লাখ টাকা আর্থিক সাহায্য রাজ্য নির্বাচন কমিশনের DM](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-02:30:55:1602061255-wb-ndin-01-polling-personel-govt-compensation-wb10021-07102020142243-0710f-1602060763-980.jpg)
গত বছর লোকসভা নির্বাচনের ভোটগ্রহণের প্রশিক্ষণ নিতে করণদিঘি ব্লকে এসেছিলেন গোয়ালপোখরের বাসিন্দা সরকারি কর্মচারী আকালু রায় । করণদিঘি ব্লক অফিসে ভোট প্রশিক্ষণ শেষ করে ছেলের মোটরবাইকে গোয়ালপোখরে নিজের বাড়ি ফিরছিলেন আকালু রায় । সেই সময় রসাখোয়ায় শিলিগুড়ি মোড় এলাকায় রাজ্য সড়কে একটি লরির সঙ্গে সংঘর্ষ হয় । ঘটনাস্থানেই মৃত্যু হয় আকালু রায় ও তাঁর ছেলের । ভোটের কাজে যুক্ত সরকারি কর্মচারীর মৃত্যুতে ক্ষতিপূরণ বাবদ আর্থিক সহায়তা হিসেবে 15 লাখ টাকা দেওয়ার কথা ঘোষণা করে রাজ্য নির্বাচন কমিশন ।
রাজ্য সরকারের সেই ঘোষণা মতো বুধবার কর্ণজোড়ায় উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দ কুমার মীনা মৃত ভোটকর্মী আকালু রায়ের পরিবারের হাতে 15 লাখ টাকার চেক তুলে দেন ।