পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কালিয়াগঞ্জে ভোট প্রচারে জোট প্রার্থী ধীতশ্রী - left-congress candidate dhetoshree roy

ভোট এগিয়ে আসতেই বাড়ছে কালিয়াগঞ্জ বিধাসভার উপনির্বাচনের উত্তাপ ৷ নিজ নিজ মত প্রচার করছেন রাজনৈতিক দলের পার্থীরা ৷ তেমনই সকাল থেকে প্রচারে চরম ব্যস্ত কালিয়াগঞ্জ বিধানসভা উপ নির্বাচনে বাম-কংগ্রেস প্রার্থী ধীতশ্রী রায় ৷

প্রচারে বাম-কংগ্রেস পার্থী

By

Published : Nov 17, 2019, 11:46 PM IST

Updated : Nov 19, 2019, 1:23 AM IST

রায়গঞ্জ, 17 নভেম্বর: ভোট যতই এগিয়ে আসছে ততই বাড়ছে কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের উত্তাপ । প্রচারে পিছিয়ে নেই কেউই । একদিকে যেমন তৃণমূল ও BJP ছোট-বড় জনসভার মাধ্যমে নিজেদের প্রচার চালাচ্ছে । ঠিক অন্যদিকে বাম-কংগ্রেস জোট প্রার্থী ধীতশ্রী রায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারছেন ।

শুধুমাত্র শহরাঞ্চলে নয় প্রত্যন্ত গ্রামাঞ্চলেও প্রচার করেছেন ধীতশ্রী রায় । কংগ্রেসের জেলা ও রাজ্যস্তরে বিভিন্ন বিধায়ক থেকে শুরু করে সর্বস্তরের নেতাকর্মী যেমন আছেন, ঠিক তেমনি বাম নেতাকর্মীদের ভিড় চোখে পড়ার মতো । সব মিলিয়ে জেতার বিষয়ে অনেকটাই আশাবাদী ধীতশ্রী ।

বাড়ি গিয়ে প্রচার সারছেন ধীতশ্রী। অনেকটাই ভালোবাসা কুড়িয়েছেন তিনি। এদিন কালিয়াগঞ্জ শহরের স্কুল পাড়া মজলিশপুর থেকে শুরু করে বিকেলের দিকে অনন্তপুর ও অন্যান্য গ্রামাঞ্চলেও প্রচার সারেন তিনি । প্রচারে মাঝে অল্প সময়ের জন্য বাড়ি ফিরে রান্না করে খাওয়া-দাওয়া ছেড়ে ফের প্রচারের কারণে পথে নামেন প্রার্থী ।

দেখুন ভিডিয়ো...

রাজনৈতিক নেত্রী হিসেবে তাঁর দৃষ্টিভঙ্গিও চোখে পড়ার মতো । কালিয়াগঞ্জ বিধানসভা নির্বাচনে জয়লাভ করলে কী ধরনের সুযোগ-সুবিধা তিনি এখানকার মানুষদের জন্য নিয়ে আসবেন তা স্পষ্ট করেন। কংগ্রেস-বামফ্রন্টের জোট প্রার্থী দুই দলের মতকে প্রাধান্য দিয়ে কালিয়াগঞ্জ বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে সেখানকার সাধারণ মানুষের জন্য কাজ করতে চান বলে জানান ৷

Last Updated : Nov 19, 2019, 1:23 AM IST

ABOUT THE AUTHOR

...view details