রায়গঞ্জ, 20 মে: একদিকে কোরোনা ভাইরাস, অন্যদিকে আমফান। দুয়ের মাঝে পড়ে অসহায় ভিনরাজ্য থেকে ফেরা কালিয়াগঞ্জের পরিযায়ী শ্রমিকেরা। বহু কষ্টে নিজেদের উদ্দ্যোগে গ্রামে ফিরেও ঠাঁই হল না বাড়িতে, প্রশাসনের কোয়ারানটিন সেন্টারেও। অবশেষে গ্রামের নদীর ধারে গাছের তলায় আশ্রয় নিতে বাধ্য হলেন তাঁরা।
এদিকে, ইতিমধ্যে স্থলভূমিতে আছড়ে পড়েছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান। সরকারি নির্দেশিকা অনুযায়ী ঝড়ের সময় গাছের তলায় আশ্রয় নেওয়া বিপজ্জনক। তথাপি, গ্রামের টাঙন নদীর ধারে জঙ্গলাকীর্ণ বট গাছের তলায় বাস করতে হচ্ছে একদল শ্রমিককে। এমনই চিত্র দেখা গেল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর গ্রামে। ওই গ্রামের বাসিন্দা 10 জন শ্রমিক সম্প্রতি উত্তরপ্রদেশ থেকে ফিরেছেন। কালিয়াগঞ্জ হাসপাতালে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর গ্রামের নিজেদের বাড়িতে ফিরতে চাইলেও তাঁদের গ্রামে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ।