রায়গঞ্জ, 20 সেপ্টেম্বর : "সতর্ক হোন । নজর দিন । ডেঙ্গুকে আজই আটকে দিন ।" এই স্লোগানকে সামনে রেখে সারা রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার ডালখোলা পৌরসভাও "ডেঙ্গু বিজয় অভিযান" শুরু করল । ডালখোলা পৌরসভার পৌরপ্রশাসক সুভাষ গোস্বামী পৌরসভার কর্মীদের সাথে নিয়ে ডেঙ্গু প্রতিরোধে ডালখোলা পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে জঞ্জাল সাফাই থেকে শুরু করে মশা মারার কামান দিয়ে স্প্রে করার কাজ শুরু করেন ।
উত্তর দিনাজপুরে "ডেঙ্গু বিজয় অভিযান" - ডালখোলা পৌরসভা
ডালখোলা পৌরসভার পৌরপ্রশাসক সুভাষ গোস্বামী জানিয়েছেন, "আজ রাজ্য সরকারের নির্দেশে ডেঙ্গু বিজয় অভিযান হিসেবে বিশেষ অভিযান চালানো হচ্ছে । এমনিতেই কোরোনা আবহে মানুষের অবস্থা সংকটময় এরমধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হলে আরও সমস্যা বাড়বে । ফলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরনায় আজ 20 সেপ্টেম্বর ডেঙ্গু বিজয় অভিযান পালন করা হচ্ছে ।"
পৌরপ্রশাসক সুভাষ গোস্বামী জানিয়েছেন, "সারা বছর প্রতিটা দিনই ডালখোলা পৌরসভার প্রতিটি ওয়ার্ডেই নিয়মিত পরিষ্কার পরিচ্ছনতার কাজ করা হয় । তবে আজ রাজ্য সরকারের নির্দেশে ডেঙ্গু বিজয় অভিযান হিসেবে বিশেষ অভিযান চালানো হচ্ছে । এমনিতেই কোরোনা আবহে মানুষের অবস্থা সংকটময় এরমধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হলে আরও সমস্যা বাড়বে । ফলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরনায় আজ 20 সেপ্টেম্বর ডেঙ্গু বিজয় অভিযান পালন করা হচ্ছে ।"
সাড়া ডালখোলা শহরে মশা মারার কামান দিয়ে স্প্রে করার পাশাপাশি জঞ্জাল আবর্জনা সাফাই অভিযান করে ডালখোলা পুরসভা কর্তৃপক্ষ । এই অভিযানে সামিল হয় পৌরসভার কর্মীসহ স্থানীয়রা ।