রায়গঞ্জ, 2 এপ্রিল : কোরোনা সংক্রমণ প্রতিরোধে প্রতিনিয়ত মানুষকে সচেতন করে চলেছে প্রশাসন । এবার রায়গঞ্জের বাসিন্দাদের সচেতন করতে আসরে নামলেন সেখানকার BJP সাংসদ দেবশ্রী চৌধুরি । আজ দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে জনসাধারণকে মাস্ক বিতরণ করেন তিনি ।
রায়গঞ্জে মাস্ক বিলি সাংসদের
প্রশাসনের বার বার প্রচার সত্ত্বেও বিনা কারণে রাস্তায় বেরোচ্ছে মানুষ । কোরোনা সচেতনতায় মাস্ক পড়ছে না । তাই আজ রায়গঞ্জে মাস্ক বিতরণ করলেন সাংসদ দেবশ্রী চৌধুরি ।
কোরোনা সংক্রমণ রোধে দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার । লকডাউন সফল করতে প্রতিনিয়ত মানুষকে সচেতন করে চলেছে প্রশাসন । কিন্তু তারপরও কিছু মানুষ জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোচ্ছেন । লকডাউন অমান্য করছেন । কোরোনা সতর্কতায় মাস্ক পরছেন না । রায়গঞ্জ থেকেও এরকম অভিযোগ এসেছে । তাই এবার রায়গঞ্জবাসীকে সচেতন করতে আসর নামলেন সেখানকার সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরি ।
আজ দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে তিনি রায়গঞ্জ শহরে মাস্ক বিতরণ করেন । একইসঙ্গে লকডাউন মেনে মানুষের কাছে ঘরে থাকার আবেদনও জানান । মানুষকে সচেতন করতে মাইকিংও করা হয় । দেবশ্রী চৌধুরি বলেন, "কেউ যাতে বিনা কারণে রাস্তায় না বের হন সেদিকে জেলা প্রশাসনের নজর রাখা উচিত । কেউ লকডাউন অমান্য করলে প্রশাসনের উচিত তাঁকে বুঝিয়ে ঘরে পাঠিয়ে দেওয়া ।"