পুলিশকে সতর্ক থাকার হুমকি দেবশ্রী চৌধুরীর রায়গঞ্জ, 11 মে: পুলিশকে সতর্ক করলেন রায়গঞ্জের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। বৃহস্পতিবার দাড়িভিটে গুলিকাণ্ডে মৃত দুই ছাত্রের পরিবারের সঙ্গে মিলিত হওয়ার পর পুলিশকে সাবধান হওয়ার পরামর্শ দেন তিনি। বিজেপি নেতা এবং কার্যকর্তারা যেই পথ দিয়ে যাবে সেখানে পুলিশ যেন সতর্ক থাকে, এমনই হুমকি দিয়েছেন তিনি। দাড়িভিটে দুই ছাত্র গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্ট এনআইএ'কে তদন্তভার দেওয়ার পর এদিন তাঁদের পরিবারের সঙ্গে দেখা করেন সাংসদ দেবশ্রী চৌধুরী ৷
দেবশ্রী চৌধুরী এবং বিজেপি উত্তর দিনাজপুর জেলা সভাপতি বাসুদেব সরকারকে মৃতের পরিবারের সদস্যরা ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানান।সাংসদ এদিন মৃত দুই ছাত্রের পরিবারকে সঙ্গে নিয়ে সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবাদন করেন। সমাধিস্থলে গিয়ে দুই পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। কাঁদেন সাংসদও ৷ দীর্ঘ চার বছর পরেও রাজেশ, তাপসের পরিবার লড়াই করেছে। গতকালের হাইকোর্টের এনআইএ নির্দেশে খুশি মৃত ছাত্রদের পরিবার ৷
হাইকোর্ট এনআইএ'কে তদন্তভার দেওয়ার কারণ হিসেবে দেবশ্রী চৌধুরী জানান, পুলিশ ভুল করে এই দু'জনকে গুলি করে হত্যা করেনি। তাপস গুলিবিদ্ধ হওয়ার পর তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সময় অমলঝাড়ি গ্রামে তাপসের দেহ আটকে রেখে তাঁর মৃত্যু নিশ্চিত করা হয়েছিল। দাড়িভিটের মত প্রত্যন্ত গ্রামে কারা ছিলেন সেটা খুঁজে বের করার জন্যই এই এনআইএ'কে তদন্তভার দেওয়া হয়েছে। এনআইএ কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের অধীনস্থ একটি সংস্থা।
আরও পড়ুন:'এবার প্রকৃত দোষীরা শাস্তি পাবে', দাড়িভিট কাণ্ডে এনআইএ তদন্তে বললেন আন্দোলনকারী
দেশের সর্বশ্রেষ্ট তদন্তকারী সংস্থাকে দিয়ে এই তদন্ত হবে। আদালত এই নির্দেশ দেওয়ায় সাধারণ মানুষের বিচারব্যবস্থার উপর ভরসা আরও বাড়বে। তাদের বিচারব্যবস্থার উপর আস্থা ছিল, আছে, থাকবে বলে দেবশ্রী চৌধুরী মন্তব্য করেন। তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থাকে ধন্যবাদ জানান। অসহায় মৃত দুই ছাত্রের পরিবারের চোখের জলের দাম দিতে পারায় তাঁরা খুশি। অন্যদিকে কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পাশপাশি প্রকৃত দোষীরা শাস্তি পাবে বলে জানিয়েছেন নিহত ছাত্রদের বন্ধু তথা আন্দোলনকারীরা ৷