পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

একসময়ে বিহারের পরিস্থিতি যা ছিল তা এখন এরাজ্যে তৈরি হয়েছে : দেবশ্রী চৌধুরি - মনীশ শুক্লা খুন

দেবশ্রী চৌধুরি বলেন, "বিহারে যখন লালু প্রসাদ যাদব মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময়ের ভয়াবহ পরিস্থিতি বর্তমানে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে ।"

Debasree Chaudhuri
Debasree Chaudhuri

By

Published : Oct 5, 2020, 6:26 PM IST

রায়গঞ্জ, 4 অক্টোবর : "নিজের রাজ্যে দিনের পর দিন বেড়ে চলা খুন, ধর্ষণ উপেক্ষা করে উত্তরপ্রদেশের ঘটনা নিয়ে প্রতিবাদের সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী । নিজের রাজ্যের যার আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত খারাপ সে কীভাবে অন্য রাজ্যের বিষয় নিয়ে প্রতিবাদ করতে পারেন ?" টিটাগড়ের BJP নেতা মণীশ শুক্লার খুন নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে একথা বললেন BJP নেত্রী দেবশ্রী চৌধুরী । তিনি বলেন, "বিহারে যখন লালু প্রসাদ যাদব মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময়ের ভয়াবহ পরিস্থিতি বর্তমানে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে ।"

গতকাল খুন হন BJP নেতা মণীশ শুক্লা । রাতে কয়েকজন দুষ্কৃতী খুব সামনে থেকে তাঁকে গুলি করে হত্যা করে । এরপর একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল ও BJP ।

এই বিষয়ে দেবশ্রী চৌধুরি বলেন, "একদিকে বাংলায় একের পর এক দুষ্কৃতীদের দৌরাত্ম্য বেড়েছে সেই বিষয়ে নজরদারি না করে মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের হাথরসের ঘটনা নিয়ে পড়েছেন । এর জবাব 2021 সালের নির্বাচনে মানুষ ভোটবাক্স দেবে ।"

ABOUT THE AUTHOR

...view details