পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Debashree Chawdhuri: রাজ্যে আইন-শৃঙ্খলা বলে কিছু নেই, ভাই-ভাইপো সবাই জেলে যাবে; কটাক্ষ দেবশ্রীর

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুললেন রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী (Debashree Chawdhuri attacks Mamata Banerjee) ৷

ETV Bharat
দেবশ্রী চৌধুরী

By

Published : Feb 25, 2023, 11:11 PM IST

রাজ্যকে কটাক্ষ দেবশ্রী চৌধুরীর

রায়গঞ্জ, 25 ফেব্রুয়ারি: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উপর দিনহাটায় হামলার ঘটনায় রাজ্যের কড়া সমালোচনা করলেন রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী ৷ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ, এই ঘটনাই প্রমাণ করে যে এরাজ্যে আইন-শৃঙ্খলা বলে আর কিছু নেই ৷

উল্লেখ্য, এদিন দিনহাটায় দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় কোচবিহারের দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) কনভয়ে হামলা চালান হয় বলে অভিযোগ ৷ ভেঙে দেওয়া হয় তাঁর গাড়ির কাঁচ ৷ নিশীথ নিজে দাবি করেছেন, তাঁর প্রাণনাশের উদ্দেশেই এদিন এই হামলা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ হামলা করা হয় গুলি, বোমা নিয়ে ৷ এদিন তৃণমূল-বিজেপি সংঘর্ষে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে দিনহাটার বুড়িরহাট এলাকা (attack on Nisith Pramanik) ৷

এই প্রসঙ্গে দেবশ্রী চৌধুরী বলেন,"দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিজেপি । সেই দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপর হামলা হয়েছে এই রাজ্যে ৷ 2021 সালে বিদেশ প্রতিমন্ত্রীর উপর হামলা হয়েছে । পুলিশ ঘটনাস্থলে গিয়ে কারা এই কাজ করছে সেটা খুজে বার করছে না । মুখমন্ত্রীর হাতে স্বরাষ্ট্র দফতর রয়েছে । তিনি পুলিশমন্ত্রী । অথচ এই অবস্থা ৷ আসলে এই রাজ্যে আইনের শাসন নেই ।"

আরও পড়ুন: উত্তপ্ত দিনহাটা, ভাঙল নিশীথ প্রামাণিকের গাড়ির কাঁচ; এলাকায় বোমাবাজি

এদিন রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়েও সরব হন রায়গঞ্জের সাংসদ ৷ বলেন,"এই সরকার বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে পড়েছে । রাজ্যের মানুষের নজর সেদিক থেকে ঘুরিয়ে দিতেই কেন্দ্রীয় মন্ত্রীদের উপর হামলা করাচ্ছে । মুখ্যমন্ত্রী যতই এধরনের কাজ করান কালীঘাটের কাকু-সহ তৃণমূলের নেতাদের নাম প্রকাশ্যে চলে আসছে । তদন্তকারী সংস্থা এবার মুখ্যমন্ত্রীর ঘরে পৌঁছে যাবে । ভাই, ভাইপো সবাইকেই জেলে যেতে হবে । ঘরের লোকেরা দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ায় মুখমন্ত্রী ভেসামাল হয়ে পড়ছেন । তাই কেন্দ্রীয় মন্ত্রীদের উপর হামলা করাচ্ছেন বলে দেবশ্রী দেবী অভিযোগ করেছেন ।"

ABOUT THE AUTHOR

...view details