পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তিনদিন নিখোঁজ থাকার পর পুকুর থেকে উদ্ধার ব্য়ক্তির দেহ - নিখোঁজ

শনিবার বাড়ি থেকে কাজে বেরিয়ে নিখোঁজ হয়ে যান রায়গঞ্জ ব্লকের নলপুকুর গ্রামের বাসিন্দা বিশু কর্মকার নামে এক ব্যক্তি । পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তাঁর কোনও সন্ধান পাননি । এরপর পরিবারের তরফে রায়গঞ্জ থানায় লিখিতভাবে নিখোঁজ ডায়েরি করা হয় । পুলিশ তল্লাশি করেও তার কোনও হদিশ করতে পারেনি ।

deadbody_recovered_from_the_pond_in_raiganj
তিনদিন নিখোঁজ থাকার পর, পুকুর থেকে উদ্ধার ব্য়ক্তির দেহ

By

Published : Dec 8, 2020, 5:49 PM IST

উত্তর দিনাজপুর, 8 ডিসেম্বর : তিনদিন নিখোঁজ থাকার পর এক ব্য়ক্তির দেহ উদ্ধার হল ৷ বাড়ির খুব কাছে একটি পুকুর থেকে বিশু কর্মকার নামে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে । পুলিশ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতালের মর্গে পাঠিয়েছে ।


শনিবার বাড়ি থেকে কাজে বেরিয়ে নিখোঁজ হন রায়গঞ্জ ব্লকের নলপুকুর গ্রামের বাসিন্দা বিশু কর্মকার নামে এক ব্যক্তি । পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তাঁর কোনও সন্ধান পাননি । এরপর পরিবারের তরফে রায়গঞ্জ থানায় লিখিতভাবে নিখোঁজ ডায়েরি করা হয় । পুলিশ তল্লাশি করেও তাঁর কোনও খোঁজ পাননি ।

আজ দুপুরে বিশু কর্মকারের মৃতদেহ উদ্ধার হয় । বিশু কর্মকার মাঝেমধ্যে মদ্যপান করতেন বলে জানা গিয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details