পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ইসলামপুরে ভুট্টাক্ষেত থেকে যুবকের মৃতদেহ উদ্ধার - ভুট্টাক্ষেত থেকে যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হল ইসলামপুরে

পুলিশের প্রাথমিক অনুমান, ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে । পুলিশ তাঁর মৃতদেহ উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।

Police recovered dead body from a corn field adjacent to the house
বাড়ি সংলগ্ন ভুট্টা খেত থেকে মৃতদেহ উদ্ধার, ঘটনাস্থানে পুলিশ

By

Published : May 22, 2020, 10:49 PM IST

রায়গঞ্জ, 22 মে : বাড়ি সংলগ্ন ভুট্টাক্ষেত থেকে যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করল ইসলামপুর থানা পুলিশ । ইসলামপুর থানার পণ্ডিতপোতা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা । । মৃতের নাম কনেন রেজা ( 22 ) । পুলিশের প্রাথমিক অনুমান, ওই যুবককে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে । পুলিশ তাঁর মৃতদেহটি উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।

আজ বিকেল 4টে নাগাদ পণ্ডিতপোতা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তাল বস্তি গেন্না বাড়ি এলাকার ভুট্টাক্ষেত থেকে ওই যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা । ওই যুবকের বাড়িতে খবর দেওয়া হয় । পুলিশকেও খবর দেওয়া হয় । এরপর ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থানে আসে ৷ এলাকায় পৌঁছে পুলিশ ওই যুবকের আত্মীয় ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ শুরু করে । এলাকার বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ করা হয় ৷

খুনের নেপথ্যে বেশ কয়েকটি কারণ খুঁজে পেয়েছে বলেই দাবি করেছেন তদন্তকারী অফিসাররা । তবে তদন্তের স্বার্থে এখনই কিছু জানাতে চাননি তাঁরা ৷ এবিষয়ে ইসলামপুর পুলিশ জেলার সুপার সচিন মক্কর বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে । দ্রুত ঘটনার আসল কারণ পাওয়া যাবে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details