রায়গঞ্জ, 9 জুলাই : কোরোনা সংক্রমণ রুখতে রায়গঞ্জের ডালখোলা বাজার গতকাল থেকে বন্ধ হয়েছে । আজ দ্বিতীয় দিন । আজও সকাল থেকে ডালখোলা এলাকায় কোনও দোকানপাট খোলেনি ।
খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে মানুষ বের হচ্ছে না । জরুরি পরিষেবাগুলি খোলা রয়েছে । জাতীয় সড়কে গাড়ি চলাচল করলেও ডালখোলায় যাত্রীর দেখা নেই । অটো, টোটোও বন্ধ । এককথায় ডালখোলার মানুষ অলিখিত লকডাউন পালন করছে ।