রায়গঞ্জ, 29 জানুয়ারি: এবার ডালখোলা বাইপাস নির্মাণেে বিজেপি- তৃণমূল তরজা চরমে। বিজেপির অভিযোগ, করোনা পরিস্থিতিতে এমনতিতেই শ্লথ হয়েছে রাস্তা তৈরির কাজ৷ তার উপর তৃণমূলের তোলাবাজি অবস্থা আরও জটিল করে তুলেছে৷ স্বাভাবিকভাবেই তোলাবাজির অভিযোগ মানতে নারাজ শাসক শিবির৷ তাদের পাল্টা দাবি, দীর্ঘদিন আগেই রাজ্য সরকার জাতীয় সড়ক কর্তৃপক্ষের হাতে সড়ক নির্মাণের জন্য় অধিগৃহীত জমি তুলে দিয়েছে৷ কিন্তু ভোট না এলে কোনও কাজই করে না কেন্দ্রের বিজেপি সরকার৷ একমাত্র ভোটের সময়েই দেখা যায় তাদের৷ তারা সাধারণ মানুষের কথা ভাবে না। তাই বাইপাসের কাজ ধীর গতিতে চলছে।
উত্তর দিনাজপুর জেলার উপর দিয়ে যাওয়া ৩৪ নম্বর জাতীয় সড়কে জ্বলন্ত সমস্যা ডালখোলা রেলগেটের যানজট। দক্ষিণবঙ্গ থেকে উত্তর-পূর্ব ভারতে যাতায়াতের একমাত্র সড়ক যোগাযোগ ব্যাবস্থা ৩৪ নম্বর জাতীয় সড়কে তীব্র যানজটে নাজেহাল দূরপাল্লার বাস থেকে পণ্যবাহী বিভিন্ন গাড়ি৷ বেহাল জাতীয় সড়কের কারণে যানজটে পাঁচ থেকে ১০ ঘণ্টা রাস্তায় আটকে থাকছে সমস্ত যানবাহন। দুর্ভোগে পড়ছেন নিত্যযাত্রী থেকে কলকাতা-শিলিগুড়ি রুটের যাত্রীরা৷
যানযন্ত্রণা মেটাতে শুরু হয়েছে বাইপাস তৈরির কাজ৷ কিন্তু কবে শেষ হবে ডালখোলার এই বাইপাস, তা কেউই জানে না৷ যদিও উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দকুমার মিনা জানিয়েছেন, দ্রুত গতিতে চলছে ৩৪ নম্বর জাতীয় সড়কের বাইপাস নির্মাণের কাজ। খুব শীঘ্রই ডালখোলার যানজট সমস্যা মিটে যাবে।
বর্তমানে কলকাতা বা রায়গঞ্জ থেকে শিলিগুড়ি পর্যন্ত বাসে বা সড়কপথে অন্য কোনও গাড়িতে যাওয়াটা কার্যত দুঃস্বপ্ন যাত্রীদের কাছে৷ দক্ষিণবঙ্গ থেকে উত্তর-পূর্ব ভারতে যাওয়া-আসার পথে ৩৪ নম্বর জাতীয় সড়কে আর কোথাও যানজটে না আটকালেও উত্তর দিনাজপুরের ডালখোলায় যানজটে অবরুদ্ধ হয়ে পড়াটা নিত্যদিনের ঘটনা। তার এক এবং একমাত্র কারণ ডালখোলা রেলগেট ক্রসিং।