রায়গঞ্জ, 27 এপ্রিল : পর্যাপ্ত পরিমান খাদ্য এবং পানীয় জল না পাওয়ায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন করোনা রোগীরা । ইটাহার গোটলু মোড় এলাকায় 34 নম্বর জাতীয় সড়কের উপর ঘটনা । প্রায় আধঘণ্টা পর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনায় অবরুদ্ধ হয়ে পরে ৩৪ নম্বর জাতীয় সড়ক। সমস্যার সমাধানের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেন কোভিড রাোগীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইটাহার থানার গোটলু গ্রামে হোমগার্ড ট্রেনিং সেন্টারকে করোনা কোয়ারান্টাইন সেন্টার তৈরি করছে জেলা স্বাস্থ্য বিভাগ । এই সেন্টারে 45 জন কোভিড আক্রান্ত রোগী আছেন । অভিযোগ, এই কেন্দ্রে স্বাস্থ্য বিভাগের নির্ধারিত খাদ্য তালিকা অনুযায়ী খাবর দেওয়া হচ্ছে না । এমনকি পানীয় জলের ব্যবস্থাও খুবই খারাপ । স্বাস্থ্য বিভাগ করোনা রোগীদের অবহেলা করছে বলে অভিযোগ ।