পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

করোনা সচেতনতার বার্তা দিয়ে পোস্টারিং বিজেপির

করোনা নিয়ে মানুষকে সচেতন করতে পোস্টারিং ৷ রায়গঞ্জ শহরে পোস্টারিং করল বিজেপি ৷ কীভাবে ঠেকানো যাবে সংক্রমণ ? সেই তথ্যই তুলে ধরা হয়েছে পোস্টারে ৷

wb_ndin_01_covid_awareness_postar_bjp_raiganj_wb10021
করোনা সচেতনতার বার্তা দিয়ে পোস্টারিং বিজেপির

By

Published : Apr 28, 2021, 6:55 PM IST

রায়গঞ্জ, 28 এপ্রিল :অতিমারি করোনার প্রকোপ থেকে বাঁচতে বা অতিমারির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে কী কী করা প্রয়োজন ? এই বিষয়ে আমজনতাকে সচেতনতার বার্তা দিতে রায়গঞ্জ শহরজুড়ে পোস্টারিং করল রায়গঞ্জ শহর মণ্ডল বিজেপি ৷ বুধবার শহরের জনবহুল এলাকাগুলির দেওয়ালে, দেওয়ালে করোনার সচেতনতা বার্তা লেখা পোস্টার সাঁটিয়ে দিলেন বিজেপির স্থানীয় কর্মীরা ৷

বিজেপির রায়গঞ্জ শহর মণ্ডল কমিটির সভাপতি অভিজিৎ যোশী জানিয়েছেন, করোনার মতো ভয়াবহ অতিমারি থেকে মানুষকে বাঁচাতে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে ৷ যত দিন যাচ্ছে, ততই ভয়াবহ হয়ে উঠছে এই ভাইরাস ৷ তবুও হুঁশ ফিরছে না বহু মানুষের ৷ তাঁদের সচেতন করতেই বিজেপির তরফে পোস্টারিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয় ৷

আরও পড়ুন :শিবপুর শ্মশানে যত্রতত্র পড়ে মাস্ক, পিপিই কিট

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেসামাল গোটা দেশ ৷ ব্য়তিক্রম নয় পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলাও ৷ সংক্রমণ এড়াতে সাধারণ মানুষের কী কী করা উচিত, এবং কী কী করা উচিত নয়, তা এখনও অনেকের কাছেই স্পষ্ট নয় ৷ বিজেপি তাদের পোস্টারে সেই করণীয় কর্তব্যগুলিরই তালিকা তুলে ধরেছে ৷ তাতে বারবার সকলকে সাবান দিয়ে হাত ধুতে বলা হয়েছে ৷ প্রকাশ্য জায়গায় অবশ্যই মাস্ক পরতে বলা হয়েছে ৷ সবসময় স্য়ানিটাইজার ব্যবহার করতে বলা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details