পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উত্তর দিনাজপুরে COVID-19 আক্রান্তের সংখ্যা বেড়ে হল 300 - কোরোনা ভাইরাস

উত্তর দিনাজপুরে নতুন করে 10 জন COVID-19 আক্রান্ত হয়েছেন । এদের মধ্যে এক দম্পতি রয়েছেন ।

COVID-19 confirm cases in North dinajpur
উত্তর দিনাজপুরে কোরোনা আক্রান্তের সংখ্যা

By

Published : Jun 30, 2020, 10:29 PM IST

রায়গঞ্জ, 30 জুন : রায়গঞ্জ পৌরসভা এলাকার দেবীনগরের এক দম্পতি কোরোনা আক্রান্ত । আজ রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজি বিভাগ থেকে তাঁঁদের সোয়াবের নমুনার রিপোর্ট পজ়িটিভ আসে । বিকেলে ওই দম্পতিকে রায়গঞ্জের COVID হাসপাতালে স্থানান্তরিত করা হয় । দেবীনগর এলাকায় তাঁঁদের বাড়ি কনোটেনমেন্ট জো়ন করা হয়েছে । রায়গঞ্জ পৌরসভার স্বাস্থ্য দপ্তর ওই বাড়ির বাসিন্দাদের উপর নজরদারি চালাচ্ছে । পাশাপাশি যেকোনও ধরনের সাহায্য করা হবে বলে জানিয়েছেন পৌরসভার আধিকারিকরা ।

মালদা মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগের গতকালের রিপোর্ট অনুযায়ী, আরও আটজনের শরীরে COVID-19 এর সন্ধান পাওয়া গেছিল । এরা প্রত্যেকে রায়গঞ্জ ব্লকের বাসিন্দা বলে । রায়গঞ্জ পৌরসভা সূত্রে খবর, 27 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই দম্পতির গতকাল রায়গঞ্জ মেডিকেল কলেজে পরীক্ষা করা হয়েছিল । গত তিন চারদিন ধরে পেশায় ব্যবসায়ী দম্পতির জ্বর ছিল বলে জানা গিয়েছে ।স্থানীয় কাউন্সিলরের উদ্যোগে পরে তাঁঁদের সোয়াব পরীক্ষা করা হয় । গতকাল দুপুরে তাদের রিপোর্ট পজ়িটিভ আসে । রায়গঞ্জ পৌরসভার আধিকারিকরা আজ বিকেলে ওই দম্পতির বাড়ি গিয়ে তাঁঁদের কোরোনা হাসপাতালে স্থানান্তরিত করেন । উত্তর দিনাজপুরে মোট COVID-19 আক্রান্ত রোগীর সংখ্যা হল 300 ।

এই বিষয়ে রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস বলেন, “পৌরসভার 27 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক দম্পতি কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন । তাঁঁদের আজ বিকেলে রায়গঞ্জের কোরোনা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । তাঁঁদের চিকিৎসা প্রক্রিয়া শুরু হয়েছে । দেবীনগর এলাকার ওই দম্পতির বাড়ি কনটেনমেন্ট জো়ন করা হয়েছে । আমরা সমগ্র বিষয়ের উপর নজর রাখছি ।”

ABOUT THE AUTHOR

...view details