রায়গঞ্জ, 8 এপ্রিল : এখনও পর্যন্ত বের করা যায়নি গুলি । উন্নত চিকিৎসার জন্য রায়গঞ্জ পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে পাঠানো হল কলকাতায় । আজ ভোররাতে রায়গঞ্জ পৌরসভার স্পেশাল ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্সে কলকাতায় পাঠানো হয় তাঁকে ।
শরীরেই রয়েছে গুলি, উন্নত চিকিৎসার জন্য কলকাতায় পাঠানো হল কাউন্সিলরকে - তৃণমূল কংগ্রেস
সোমবার দুষ্কৃতীদের গুলিতে জখম হয়েছিলেন রায়গঞ্জের 22 নম্বর ওয়াার্ডের কাউন্সিলর । এখনও সে গুলি বেরোয়নি । যার জন্য এবার তাঁকে কলকাতায় পাঠানো হল । আপাতত সেখানেই চিকিৎসা হবে তাঁর ।
সোমবার দুপুর 12 টা নাগাদ রায়গঞ্জ শহরের 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তপন দাস কান্তনগর এলাকায় কাজ দেখতে গিয়েছিলেন । সেই সময় একটি বাইকে করে কয়েকজন দুষ্কৃতী এসে তপনবাবুকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ । প্রথমে তাঁর মাথায় লক্ষ্য করে গুলি চালালে তপনবাবুর পাশ দিয়ে গুলিটি চলে যায় । পরে ওই দুষ্কৃতীরা তপনবাবুর বুকে লক্ষ্য করে গুলি চালালে সেটি পেটের নীচে লাগে । গুরুতর জখম অবস্থায় মাটিতে পড়ে যান তিনি । তড়িঘড়ি তপনবাবুকে রায়গঞ্জ মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় । চিকিৎসকরা অস্ত্রোপচার করেন । কিন্তু তপনবাবুর শরীর থেকে গুলি বের করা সম্ভব হয়নি । এরপর আজ ভোররাতে তাঁকে কলকাতায় পাঠানো হয় ।
এবিষয়ে রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস বলেন, চিকিৎসকদের পরামর্শে কাউন্সিলরকে উন্নত চিকিৎসা পরিষেবার জন্য কলকাতায় পাঠানো হয়েছে । আপাতত তিনি স্থিতিশীল আছেন । তাও ভালো চিকিৎসার জন্য তাঁকে কলকাতায় পাঠানো হয়েছে ।