পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাড়ি বাড়ি গিয়ে থার্মাল স্ক্রিনিং করলেন কাউন্সিলর - কাউন্সিলর

বাড়ি বাড়ি গিয়ে থার্মাল স্ক্রিনিং ।রায়গঞ্জ পুরসভার কাউন্সিলর অর্ণব মণ্ডল একজন চিকিৎসককে সঙ্গে নিয়ে প্রত্যেক বাড়িতে গিয়ে থার্মাল স্ক্রিনিং করে তাঁদের তাপমাত্রা মাপলেন ।

thermal screening
থার্মাল স্ক্রিনিং

By

Published : Apr 19, 2020, 10:03 PM IST

রায়গঞ্জ, 19 এপ্রিল : বাড়ি বাড়ি গিয়ে থার্মাল স্ক্রিনিং করে এলাকার বাসিন্দাদের তাপমাত্রা মাপলেন রায়গঞ্জ পৌরসভার কাউন্সিলর অর্ণব মণ্ডল। রায়গঞ্জের উকিলপাড়ায় অবস্থিত একটি বেসরকারি নার্সিংহোমের চিকিৎসককে সাথে নিয়ে 22নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের বাড়ি গিয়ে প্রত্যেকের থার্মাল স্ক্রিনিং করলেন তিনি। উত্তর দিনাজপুর জেলায় এখন পর্যন্ত কোনও কোরোনা আক্রান্তের সন্ধান মেলেনি বলে জানা গিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর থেকে৷


জেলায় কোরোনার আক্রান্তের খবর এখনও পর্যন্ত পাওয়া না গেলেও বাড়তি সতর্কতা হিসাবে থার্মাল স্ক্রিনিং তাপমাত্রা মাপা শুরু করলেন অর্ণববাবু।

তৃণমুল কংগ্রেস কাউন্সিলর অর্ণববাবু জানিয়েছেন, "আমরা বাড়ি বাড়ি গিয়ে থার্মাল স্ক্রিনিং করছি। একজন চিকিৎসকও রয়েছেন আমাদের স্​ঙ্গে।" কোরোনা সংক্রমণ রুখতে সকলকে বাড়িতে থাকার অনুরোধ করা হয়ে বলে জানান অর্ণববাবু।

ABOUT THE AUTHOR

...view details