পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

করণদিঘিতে 205 বোতল কাফ সিরাফ সহ গ্রেপ্তার 1 - Raiganj police

করণদিঘি এলাকায় বিপুল পরিমাণ কাফ সিরাপ মজুত করা হয়েছে, এই খবর পেয়ে পুলিশ আধিকারিকরা অভিযান শুরু করে । প্রথমে বেশ কয়েকটি ওষুধের দোকানে অভিযান চালানো হয় । এরপর একটি সাইকেলের দোকানে তল্লাশি চালায় তারা ।

Raiganj

By

Published : Oct 13, 2020, 7:34 PM IST

রায়গঞ্জ, 13 অক্টোবর : উত্তর দিনাজপুরের বিঘোর এলাকায় উদ্ধার হল 205 বোতল নিষিদ্ধ কাফ সিরাপ । একজনকে গ্রেপ্তার করা হয়েছে । ধৃতের নাম বিকাশ মণ্ডল । সূত্রের খবর, কাফ সিরাপের বোতলগুলো বিহারে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ।

করণদিঘি এলাকায় বিপুল পরিমাণ কাফ সিরাপ মজুত করা হয়েছে, এই খবর পেয়ে পুলিশ আধিকারিকরা অভিযান শুরু করে । প্রথমে বেশ কয়েকটি ওষুধের দোকানে অভিযান চালানো হয় । এরপর একটি সাইকেলের দোকানে তল্লাশি চালায় তারা । সেখান থেকেই কাফ সিরাপগুলি উদ্ধার হয়।

এই বিষয়ে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার বলেন, "নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে । মাদক এবং এই জাতীয় নিষিদ্ধ সামগ্রী যাতে পাচারকারীরা আমাদের এলাকায় সরবরাহ না করতে পারে তা নিশ্চিত করতে বদ্ধপরিকর ।"

ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ । ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details