রায়গঞ্জ, 13 অক্টোবর : উত্তর দিনাজপুরের বিঘোর এলাকায় উদ্ধার হল 205 বোতল নিষিদ্ধ কাফ সিরাপ । একজনকে গ্রেপ্তার করা হয়েছে । ধৃতের নাম বিকাশ মণ্ডল । সূত্রের খবর, কাফ সিরাপের বোতলগুলো বিহারে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ।
করণদিঘি এলাকায় বিপুল পরিমাণ কাফ সিরাপ মজুত করা হয়েছে, এই খবর পেয়ে পুলিশ আধিকারিকরা অভিযান শুরু করে । প্রথমে বেশ কয়েকটি ওষুধের দোকানে অভিযান চালানো হয় । এরপর একটি সাইকেলের দোকানে তল্লাশি চালায় তারা । সেখান থেকেই কাফ সিরাপগুলি উদ্ধার হয়।