পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সংক্রমণ রুখতে বাজারে র‍্যাপিড টেস্ট - উত্তরবঙ্গ

সম্প্রতি উত্তরবঙ্গ স্পেশাল অফিসার অন ডিউটি COVID-19 সুশান্ত রায় রায়গঞ্জে এসে জানিয়েছিলেন যে, বাজারগুলিতে ভিড়ের কারণে কোনও সংক্রমণ ছড়াচ্ছে কি না তা নিশ্চিত করতে হবে। মূলত যারা মুখে মাস্ক ছাড়াই বাজারে যাচ্ছেন তাঁদের ধরে ধরে পরীক্ষা করা হবে। শনিবার থেকে সেই পরীক্ষাই রায়গঞ্জে শুরু হয়ে গেল।

corona_rapid_test_organised_by_state_health_depertment_in_raigangj
সংক্রমণ রুখতে পুজোর মধ্যেই রায়গঞ্জে র‍্যাপিড টেস্ট

By

Published : Oct 18, 2020, 4:17 PM IST

রায়গঞ্জ, 18 অক্টোবর : উৎসবের মরসুমে কোরোনা আবহেও খুলে গিয়েছে দোকান বাজার ৷ এই পরিস্থিতিতে পুজোর বাজার করতে গিয়ে কেউ সংক্রমিত হচ্ছেন কি না, জানতে উত্তরবঙ্গে শুরু হল র‍্যাপিড টেস্ট ৷ শনিবার সন্ধেয় রায়গঞ্জের করোনেশন স্কুলের পাশের বাজারে মাস্ক বিহীন লোকজনদের নিয়ে গিয়ে কোরোনা টেস্ট করাল জেলা স্বাস্থ্য় বিভাগ ৷ শনিবার সন্ধে থেকে রাত ন'টা পর্যন্ত মোট 60 জনের র‍্যাপিড টেস্ট করা হয়েছে ৷ এদের মধ্য়ে দু'জনের কোরোনা রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ তাঁদের চিকিৎসার জন্য় হাসপাতালে ভরতি করানো হয়েছে ৷ এমনকী তাঁদের পরিবার এবং সংস্পর্শে এসেছেন এমন লোকজনদেরও খোঁজ চালাচ্ছে প্রশাসন ৷

উত্তরবঙ্গের সর্বত্রই শুরু হয়েছে কোরোনা র‍্যাপিড টেস্ট। উৎসবের মরসুমে বাজারগুলো খুলে যাওয়ার পর থেকেই ব্যাপক হারে মানুষ ভিড় জমাচ্ছে সেখানে। এর পাশাপাশি চিকিৎসক মহল থেকে পুজোর মরশুমে কোরোনা ভাইরাসের প্রকোপ আরও ভয়ংকর হবে বলে বারবারে সর্তক করা হচ্ছে। খুব স্বাভাবিকভাবে বিষয়টি নিয়ে চিন্তিত স্বাস্থ্য দপ্তর। সম্প্রতি উত্তরবঙ্গ স্পেশাল অফিসার অন ডিউটি COVID-19 সুশান্ত রায় রায়গঞ্জে এসে জানিয়েছিলেন যে, বাজারগুলিতে ভিড়ের কারণে কোনও সংক্রমণ ছড়াচ্ছে কি না তা নিশ্চিত করতে হবে। মূলত যাঁরা মুখে মাস্ক ছাড়াই বাজারে যাচ্ছেন তাঁদের ধরে ধরে পরীক্ষা করা হবে। শনিবার থেকে সেই পরীক্ষাই রায়গঞ্জে শুরু হয়ে গেল। এ দিন পুলিশ এবং স্বাস্থ্য কর্মীদের তৎপরতায় বহু মানুষের কোরোনা টেস্ট করানো হয়েছে। যদিও পথচলতি বা কেনাকাটা করতে আসা মানুষজনদের ধরে ধরে কোরোনা টেস্ট নিয়ে সবার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

রায়গঞ্জের এক বাসিন্দা অসীম ঘোষ বলেন, "আমি মাস্ক পরতে ভুলে গিয়েছিলাম। পুলিশ এবং স্বাস্থ্যকর্মীরা আমাকে এ দিন করোনা টেস্ট করালেন। আমি দেখলাম আমার রিপোর্ট নেগেটিভ আসল । বিষয়টি একদিকে যেমন অত্যন্ত ভালো। অন্যদিকে, হঠাৎ করে এই ধরনের পরীক্ষা করালে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হতে পারে ৷" তবে স্বাস্থ্য দপ্তরে উদ্যোগকে সাধুবাদই জানাচ্ছেন প্রায় সকলেই ৷

ABOUT THE AUTHOR

...view details