রায়গঞ্জ, 6 জুন : নদীর ধারে লাইন করে বসে রয়েছেন মহিলারা। মাটিতে ফুল, ধূপকাঠি, ফল সাজিয়ে পুজো করছেন তাঁরা। একঝলক দেখলে মনে হবে কোনও দেবীর পুজো চলছে। কিন্তু, কাছে গেলেই ভুল ভাঙবে আপনার। দেবীর পুজো হচ্ছে বটে, তবে সে দেবীর কোনও মূর্তি নেই, মাটিতেই চলছে দেবীর পুজো। "দেবী কোরোনা"-র পুজো। এভাবে পুজো করলে নাকি দেবী কোরোনা শান্ত হয়ে পৃথিবী ছেড়ে চলে যাবেন। তাহলেই, প্রত্যেকে তাঁদের পরিজনদের নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবেন। এমনই বিশ্বাস নিয়ে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে চলছে দেবী কোরোনার পুজো।
শুরুটা হয়েছিল রায়গঞ্জ শহর থেকে। তারপর জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয় কোরোনা পুজো। সামাজিক দূরত্ব মানা, মাস্ক বা স্যানিটাইজ়ার- সে সবের বালায় নেই। দেবী কোরোনা আছেন তো রক্ষা করবেন তিনি। এমন বিশ্বাস নিয়ে সকাল থেকে কালিয়াগঞ্জের শ্রীমতি নদীর তীরে চলছে কোরোনা পুজো।