পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বালুরঘাটের রাস্তায় কোরোনা ভাইরাসের ছবি এঁকে সতর্কবার্তা প্রশাসনের - corona awareness words are painted on roads in balurghat , south dinajpur

সাধারণ মানুষকে সচেতন করতে বালুরঘাট শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় আঁকা হল কোরোনা ভাইরহাসের ছবি ।

corona awareness words are painted on roads in balurghat , south dinajpur
সাধারণকে সচেতন করতে বালুরঘাটের রাস্তায় আঁকানো হল কোরোনার ছবি

By

Published : Apr 5, 2020, 8:08 PM IST

বালুরঘাট , 5 এপ্রিল : সাধারণ মানুষকে সচেতন করতে বালুরঘাটের গুরুত্বপূর্ণ রাস্তায় আঁকা হল কোরোনা ভাইরাসের ছবি । সঙ্গে দেওয়া হয়েছে কোরোনা মোকাবিলায় একাধিক সচেতনতামূলক বার্তা । গতরাত থেকে বালুরঘাট বাস স্ট্যান্ড চত্বরে প্রশাসনের তরফে ছবি আঁকার কাজ শুরু হয় । আজ সকালে তা শেষ হয় ৷

সাধারণকে সচেতন করতে বালুরঘাটের রাস্তায় আঁকা হল কোরোনা ভাইরাসের ছবি
সাধারণকে সচেতন করতে বালুরঘাটের রাস্তায় আঁকা হল কোরোনা ভাইরাসের ছবি

কোরোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন চলছে । প্রশাসনের তরফেও নানারকম ভাবে মানুষকে সচেতন করা হচ্ছে । এবার দক্ষিণ দিনাজপুর জেলার 7 টি গুরুত্বপূর্ণ জায়গায় কোরোনা মোকাবিলায় সচেতনতামূলক ছবি আঁকা হবে । ইতিমধ্যে বালুরঘাট বাসস্ট্যান্ডে ছবি আঁকা হয়ে গেছে ৷ এছাড়াও জেলা প্রশাসনের তরফে বালুরঘাট হাসপাতাল ও সার্কিট হাউসের মাঝামাঝি রাস্তায়, ডানলপ মোড়, পতিরাম চৌমাথা মোড়, গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সামনের রাস্তা, গঙ্গারামপুর চৌমাথা মোড় এবং বুনিয়াদপুরের তিন মাথা মোড়ে কোরোনা নিয়ে সচেতনতামূলক ছবি আঁকা হবে ৷ কোরোনা রুখতে কী কী করনীয় এবং কোরোনা ভাইরাস সংক্রমণের উপসর্গ নিয়ে নানারকম সচেতনতামূলক বার্তাও থাকবে ওই ছবিগুলিতে ৷

সাধারণকে সচেতন করতে বালুরঘাটের রাস্তায় আঁকা হল কোরোনা ভাইরাসের ছবি

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details