পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা রুখতে মোটরবাইকে সচেতনতা রায়গঞ্জের শিক্ষকের - wb_ndin_01_corona_teacher_campaign_wb10021

রায়গঞ্জ ব্লকের কর্ণজোড়া এলাকার বাসিন্দা বিপ্লব কুমার মণ্ডল ৷ গ্রামের মানুষ বিপ্লববাবুকে ডাক্তারমাস্টার বলেই চেনে । তিনি বাহিন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ।

corona awareness campaign by a teacher in raiganj , north dinajpur
কোরোনা রুখতে মোটরবাইকে সচেতনতা প্রচার রায়গঞ্জের শিক্ষকের

By

Published : May 5, 2020, 4:47 PM IST

রায়গঞ্জ, 5 মে : পেশায় প্রাথমিক শিক্ষক বিপ্লব কর্মকার । লকডাউনের জেরে বন্ধ রয়েছে স্কুল । হাতে সময় অফুরন্ত । আর সেই সময়কে কাজে লাগিয়েই কোরোনা নিয়ে জনসচেতনতা গড়ে তুলতে নিজের বাইকে চেপেই গ্রাম থেকে শহর ঘুরে বেড়াচ্ছেন তিনি । বাইকের সামনে কোরোনা ভাইরাসের মডেল । মোটর বাইকের বিভিন্ন জায়গায় লেখা, " মাস্ক পরুন ৷ সাবান দিয়ে হাত ধুতে থাকুন ৷ সামাজিক দূরত্ব বজায় রাখুন ৷ " এসবের মতো সচেতনতার বার্তা । আর সঙ্গে রয়েছে সুদৃশ্য একটি লাঠি । কোথাও ভিড় দেখলেই এই লাঠি দিয়েই ভিড় সামলাচ্ছেন বিপ্লব বাবু ।

রায়গঞ্জ ব্লকের কর্ণজোড়া এলাকার বাসিন্দা বিপ্লব কুমার মণ্ডল ৷ গ্রামের মানুষ বিপ্লববাবুকে ডাক্তারমাস্টার বলেই চেনে । তিনি বাহিন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক । কোরোনা সংক্রমণে নাজেহাল গোটা পৃথিবী । বাদ নেই আমাদের রাজ্যও । কোরোনা আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে । কোরোনা রুখতে রাজ্য সরকার থেকে জেলা প্রশাসন উঠে পড়ে লেগেছে সকলেই । প্রশাসন থেকে কোরোনাকে রুখতে বিভিন্নভাবে সচেতন করছে সাধারণ মানুষদের ।

কোরোনা সংক্রমণের জন্য চলছে লকডাউন । তবুও লকডাউনকে অমান্য করে রাস্তায় বেরিয়ে পরছে বহু মানুষ । কোনও সামাজিক দুরত্ব না মানার পাশাপাশি পরছে না মাস্কও । মানুষকে সচেতন করতে অভিনব উদ্যোগ নিলেন রায়গঞ্জের বিপ্লববাবু ৷

আজ তিনি তাঁর মোটর বাইকটির মধ্যে কোরোনা রুখতে বিভিন্ন ধরনের পোস্টার লাগিয়েছেন । সঙ্গে মোটর বাইকের সামনে কোরোনা ভাইরাসের মডেল বানিয়ে গ্রাম থেকে শুরু করে শহরাঞ্চলের ঘুরে বেরাচ্ছেন । কোরোনার সঙ্গে মোকাবিলা করার জন্য সাধারণ মানুষদের কী করতে হবে ৷ পাশাপাশি মাস্ক কীভাবে ব্যবহার করবেন ৷ এ সব বিষয়ে সচেতন করতেই বিপ্লববাবু মোটর বাইকটি করে ঘুরে বেরাচ্ছেন । সঙ্গে রয়েছে একটি লাঠি । কোথাও ভিড় দেখলেই ওই লাঠি দিয়ে ভীড়কে সামলাচ্ছেন ।

এবিষয়ে বিপ্লব কুমার মণ্ডল বলেন, " সাধারণ মানুষদের সচেতন করার জন্য এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে । আমার গাড়ির মধ্যে এই সব কোরোনা সংক্রান্ত বিষয় নিয়ে পোস্টার লাগিয়ে গ্রাম থেকে শুরু করে শহরাঞ্চলের ঘুরে বেরালে মানুষ যদি আমাকে দেখে সচেতন হয় ৷ তার জন্যই এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে ৷ পাশাপাশি তিনি আরও বলেন, আমি একটি কোরোনা লাঠি বানিয়েছি । কোথাও ভিড় দেখলেই আমি ওই লাঠি দিয়ে ভিড় সামলাচ্ছি ৷ "

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details