কালিয়াগঞ্জ, 23 নভেম্বর : সোমবার রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন । শেষ বেলার প্রচারে খামতি নেই কোনও দলের । কালিয়াগঞ্জে আজ BJP-র হয়ে প্রচারে এসেছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব । এদিকে, তৃণমূল প্রার্থী তপন দেব সিংহের হয়ে শেষ বেলার প্রচারে পথে নামলেন তৃণমূল সাংসদ দেব । তাঁর রোড শো ঘিরে কালিয়াগঞ্জের রাস্তায় আজ তিল ধরার জায়গা ছিল না । ভিড়ের একটা বড় অংশ জানাল, সাংসদ দেব নয়, অভিনেতা দেবকে দেখতেই তারা এসেছে । তবে দেবের রোড শো-তে হেলমেটহীন বাইক বাহিনীর ব়্যালি নিয়ে শুরু হয়েছে বিতর্ক ।
আজ দুপুরে কালিয়াগঞ্জের শিমুলতলা থেকে শুরু হয়ে বিবেকানন্দ মোড় পর্যন্ত রোড শো হয় । দেবের সঙ্গে একই গাড়িতে ছিলেন তপন দেব সিংহ, কানাইয়ালাল আগরওয়াল, গোলাম রব্বানি ও মোসারফ হোসেন । বিপ্লব দেবের প্রচার নিয়ে দেবকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "ওকে শুভেচ্ছা । আমার মনে হয় যে কেউ তাঁর দলের প্রতিনিধি হিসেবে আসতে পারেন । আমার মনে হয় দিনের শেষে এমন রাজনীতি বন্ধ করা উচিত যেখানে জোর করে, বাজে কথা বলে ভোট করানোর চেষ্টা হয় । আমি সবসময় বলি রাজনীতিতে যেন বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় থাকে ।"
রোড শো নিয়ে কেমন সাড়া পেলেন, এই প্রশ্নের উত্তরে দেব সাংবাদিকদের বলেন, "তোমরা এই এলাকায় স্টোরি কভার করছ এতদিন ধরে । আমরা তো পুরোপুরি মানুষের জন্য । মানুষের ভালোবাসা, উচ্ছ্বাস, আশীর্বাদ সবই তো দেখছি আমাদের সঙ্গে আছে । মানুষ যার উপর বেশি আস্থা রাখবে, যাকে মনে করবে আগামী দেড় বছর ভরসা করা যাবে তাকেই ভোট দেবে । এতে জোর করার কিছু নেই । আমি এসেছি এখানে আবেদন রাখতে যে আমাদের যিনি মুখ্যমন্ত্রী, তিনি একটু হলেও অন্যদের থেকে এগিয়ে আছেন । তাই তাঁর হয়ে মানুষের কাছে ভোট চাইতে এসেছি । "