রায়গঞ্জ, 2 অক্টোবর : প্রিয়রঞ্জন দাসমুন্সির পূর্ণাবয়ব মূর্তি উদ্বোধনে ডাক পেলেন না স্ত্রী দীপা দাসমুন্সি । কংগ্রেস নেতার মূর্তি উদ্বোধনে ডাক পেলেন না রায়গঞ্জের কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্তও । রায়গঞ্জ বিধানসভার বিধায়ক মোহিত সেনগুপ্তের অভিযোগ, " প্রিয়বাবুর মতো একজন জাতীয় নেতাকে জাতীয় সড়কের উপর দাঁড় করিয়ে ঠিক কাজ করেনি রায়গঞ্জ পৌরসভা । জাতীয় সড়কে উপর আবক্ষ মূর্তি করে প্রিয়বাবুর মতো নেতাকে অপমান করল পৌর কর্তৃপক্ষ ।"
আমন্ত্রণ প্রসঙ্গে আজ মোহিতবাবু বলেন, "এটা সমাজবিরোধীদের দ্বারা নির্বাচিত বোর্ড । আমাকে আমন্ত্রণ না করে ভালোই করছে । " এই বোর্ডের আমন্ত্রণ না পেয়ে তিনি শান্তি পেয়েছেন বলেও মন্তব্য করেন ।