পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"বিধায়ক অমল আচার্যর কাটা মাথা চাই", পোস্টার ইটাহারে - threat poster against Itahar MLA

সকালে বিধায়কের কাটা মাথা চেয়ে পোস্টার । বেলা বাড়তেই উধাও । ঘটনাটি উত্তর দিনাজপুরের ইটাহারের ।

অমল আচার্য

By

Published : Aug 2, 2019, 7:39 PM IST

রায়গঞ্জ, 2 অগাস্ট : বিধায়কের কাটা মাথা চাই । আজ সকালে এমনই কিছু পোস্টার দেখতে পাওয়া যায় ইটাহারে । বেলা বাড়তেই সেগুলো উধাও হয়ে যায় । কে বা কারা পোস্টার লাগাল বা খুলল তা জানা যায়নি । তবে পোস্টারের ঘটনা নিয়ে খুব একটা চিন্তিন্ত নন ইটাহারের তৃণমূল বিধায়ক অমল আচার্য । কে বা কারা এই হুমকি পোস্টার লাগাল তার তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ ।

আজ সকালে ইটাহারে কয়েকটি জায়গায় এই পোস্টার চোখে পড়ে । সেখানে লেখা ছিল, "ইটাহারের বিধায়ক অমল আচার্যর কাটা মাথা চাই ।" "ইটাহার ব্লকের বঞ্চিত নাগরিকবৃন্দ"- পোস্টারদাতা হিসেবে এই নাম লেখা ছিল ৷ ঠিক একই কায়দায় কাটমানি নিয়েও এর আগে ইটাহারে পোস্টার পড়েছিল । সেখানে লেখা ছিল, চাকরি ও নানা সরকারি প্রকল্পে কাজ পাইয়ে দেওয়ার নাম করে অমল আচার্যসহ একাধিক নেতা কাটমানি নিয়েছেন । ওই পোস্টারগুলিতে অভিযুক্তদের বিরুদ্ধে আন্দোলনে নামারও হুমকি দেওয়া হয়েছিল । ফের আজ এই ধরনের হুমকি পোস্টারে উঠতে শুরু করেছে প্রশ্ন ।

এই সেই পোস্টার

এবিষয়ে অমলবাবুর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করলে তিনি বলেন, "আমি যখন বছর পনেরো আগে পঞ্চায়েত প্রধান ছিলাম, তখনও লাল কালিতে আমার কাটা মাথা চেয়ে পোস্টার পড়ত এলাকায় । এখনও পড়ছে । যদি সত্যিই সাহস থাকে তবে সামনাসামনি এসে আমার বিরুদ্ধে অভিযোগ করুক না । কে বাধা দিয়েছে? আমি মানুষের কাজ করি তাই অনেকে আমার ইমেজকে কলুষিত করার প্রচেষ্টা করছে । আমি কখনও এসব পাত্তা দিইনি ৷"

ABOUT THE AUTHOR

...view details