পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কাটমানি নেয় দলের নেতারা, ফেসবুক পোস্ট প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতির

তৃণমূল নেতৃত্বের কাটমানি খাওয়া নিয়ে সোশাল মিডিয়ায় সরব হলেন হেমতাবাদের প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি মোয়াজুদ্দিন আহমেদ ওরফে খোকন ।

মোয়াজুদ্দিন আহমেদ

By

Published : Jun 23, 2019, 1:40 PM IST

Updated : Jun 23, 2019, 3:36 PM IST

রায়গঞ্জ, 23 জুন : "কাটমানি খাওয়া বন্ধ করতে হলে সমস্ত ব্লক ও টাউন সভাপতিদের পদ থেকে সরাতে হবে । " সোশাল মিডিয়ায় এই পোস্ট করেন উত্তর দিনাজপুরের হেমতাবাদ ব্লকের তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি মোয়াজুদ্দিন আহমেদ ওরফে খোকন । আর তাঁর এই পোস্ট ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক । তাঁর অভিযোগ, তৃণমূল নেতৃত্বের একাংশ কাটমানি নিয়েছেন নানা কাজের জন্য । তাঁর দাবি, দলীয় নেতা কর্মীদের কাটমানি খাওয়া বন্ধ করতে সমস্ত ব্লক ও টাউন কমিটির নেতৃত্বের পরিবর্তনের প্রয়োজন ।

প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতির পোস্ট

তিনি এই পোস্টের পাশাপাশি আরও একটি পোস্টও করেন । সেই পোস্টে তিনি লিখেছেন , "এই বিপর্যয়ের সময়ও যদি দলের হেমতাবাদ ব্লকের সাংগঠিন সভাপতির দায়িত্ব আমাকে দেওয়া হয়, যাত্রা শুরু হবে 5000 লোকের মিছিল দিয়ে ।" এই প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "দলের বিপদের সময় আমাকে যাতে দলের সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয় । দলকে যাতে আরও শক্তিশালী করতে পারি । তাই আমি ফেসবুকে এই পোস্ট করি । " বর্তমান জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মোয়াজুদ্দিন বলেন, "এখনকার নেতাদের গ্রহণযোগ্যতা কমে গেছে । নেতাদের ঠাটবাট বদলে গেছে । গাড়ি থেকে নামতে চায় না । ঠান্ডা গাড়িতে বসে থাকে । জনগণের সঙ্গে কোনও সংযোগ রাখে না । তাই জনগণ ভরসা করছে না তাদের ।"

ভিডিয়োয় দেখুন

1998 থেকে 2010 সাল পর্যন্ত হেমতাবাদ ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ছিলেন মোয়াজুদ্দিন । দলের একাংশের মতে সেইসময়ে অন্য দল থেকে আগতদের ভিড়ে হারিয়ে গেছিলেন তিনি । তাঁর পদ দেওয়া হয় অন্য এক নতুন নেতাকে । যদিও দল ছেড়ে যাননি তিনি । বরং পিছনে থেকে দলের সঙ্গে কাজ করে চলেছেন তিনি ।

মোয়েজ্জেম বলেন, তাঁকে যদি সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয় তবে তিনি চেষ্টা করবেন নেত্রীর যেসমস্ত উন্নয়নমূলক কাজ আটকে রয়েছে সেগুলি দ্রুত গতিতে শেষ করার । এছাড়াও এলাকায় পঞ্চায়েতের কিছু কাজের টেন্ডার হওয়ার পরও কাজ থমকে আছে । সেইগুলো শেষ করার চেষ্টা করবেন । গোষ্ঠীদ্বন্দ্ব প্রসঙ্গে তিনি বলেন, "আমি জানি না কাকে গোষ্ঠী বলে । সবাই তৃণমূল । সবাই মমতা ব্যানার্জির নেতৃত্বে দল করছেন । আগামীদিনেও করবেন । আমি চেষ্টা করব এখান থেকে যাতে বেশি করে আমরা নির্বাচিত প্রতিনিধি পাঠাতে পারি । সেই সঙ্গে প্রতিটি কর্মী ও ভোটারের সঙ্গে জনসংযোগ তৈরি করা । "

Last Updated : Jun 23, 2019, 3:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details