রায়গঞ্জ, 27 ফেব্রুয়ারি:তৃণমূল যে ভাষা বোঝে সেই ভাষাতেই তাদের জবাব দেওয়ার ডাক দিলেন রায়গঞ্জের বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী (BJP MP Debasree Chaudhuri) ৷ সোমবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের যকতাগাঁও গ্রামে বিজেপি কর্মীদের রক্তদান শিবিরে উপস্থিত হয়ে তিনি ৷ সেখানে তিনি তৃণমূলের দিকে ইঙ্গিত করে বলেন,"বাড়িতে কালসাপ ঢুকলে লাঠি দিয়ে মাথা ভেঙে দিতে হয় ৷ তাই এইসব কালসাপদের প্রতিহত করতে যা যা প্রয়োজন সবকিছু বাড়িতে রাখতে হবে ৷"
ইসলামপুরে এদিন দেবশ্রী চৌধুরী অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস দিদির সুরক্ষা কবজ মানছেন না । তৃণমূল কংগ্রেসের গুন্ডাবাহিনীকে ভয় পেলে হবে, পঞ্চায়েত ভোটে ওরা অশান্তি করতে এলে প্রতিহত করতে হবে ৷ পরে কান্নাকাটি করলে হবে না ৷ রাজ্য জুড়ে লুঠ চলছে । লুঠের টাকা মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছে (Debasree Chaudhuri attacks TMC)।
রায়গঞ্জের সাংসদের কথায়, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়নের টাকায় ভারতবর্ষ জুড়ে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে । কিন্তু এ রাজ্যে উন্নয়নের টাকা তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রীরা ভাগ করে নিচ্ছেন । এরাজ্যে পঞ্চায়েতের মাধ্যমে উন্নয়ন ঘটাতে হলে বিজেপি প্রার্থীদের জয়ী করতে হবে । তারজন্য দরকার প্রতিরোধ । গত পঞ্চায়েত নির্বাচনে প্রতিরোধ গড়ে ছয়টি পঞ্চায়েত দখল করেছিল বিজেপি ।" এরপরেই তিনি বলেন, "কেউ অশান্তি করতে এলে তাদের প্রতিহত করতে হবে ৷ এরা কালসাপ ৷ বাড়িতে কালসাপ ঢুকলে যা যা করতে হয় তাই করতে হবে ৷ কালসাপের মাথা ভাঙতে হলে লাঠি-সহ যা যা সামগ্রী রাখা প্রয়োজন তাই তাই রাখতে হবে ৷"
আরও পড়ুন:নকল ইভিএম দেখিয়ে ঘাসফুলে ভোট দেওয়ার প্ররোচনার অভিযোগ সাগরদিঘিতে
তবে রায়গঞ্জের সাংসদের এই নিদানকে আমল দিতে রাজি নয় তৃণমূল কংগ্রেস । দলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের কথায়, "যাদের লোকজন নেই তাদের নিদান মানুষ মানবেন না । সাধারণ মানুষের দল তৃণমূল কংগ্রেস । বিজেপির সঙ্গে মানুষ নেই । লাঠি নিতে গেলে মানুষের প্রয়োজন । হেলিকপ্টার থেকে লাঠি পড়বে না । আসলে এই ধরনের বক্তব্য দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে চাইছেন তিনি ।"