পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রায়গঞ্জ কেন্দ্রে দীপা দাশমুন্সির নামে দেওয়াল লিখন শুরু - campaigning

রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে দীপা দাশমুন্সির সমর্থনে দেওয়াল লিখন শুরু হল। গতকাল ইসলামপুর ব্লকের পাটাগড়া এলাকার দীপা দাশমুন্সির নামে বেশ কিছু দেওয়াল লিখন হয়েছে।

দীপা দাশমুন্সির নামে দেওয়াল লিখন শুরু

By

Published : Mar 16, 2019, 8:42 PM IST

রায়গঞ্জ, ১৬ মার্চ : দীপা দাশমুন্সির সমর্থনে দেওয়াল লিখন শুরু হল। গতকাল থেকে ইসলামপুর ব্লক কংগ্রেস কমিটি প্রচার শুরু করেছে।

রায়গঞ্জ লোকসভা আসনটি নিয়ে বাম ও কংগ্রেসের মধ্যে সমঝোতার কথা ছিল। কিন্তু জটিলতা শেষ পর্যন্ত কাটেনি। CPI(M) রায়গঞ্জ কেন্দ্রে মহম্মদ সেলিমকে প্রার্থী ঘোষণা করেছে। তারপর কংগ্রেসকর্মীরা দীপা দাশমুন্সির নামে প্রচার শুরু করে দিয়েছেন। ইসলামপুর ব্লকের পাটাগড়া এলাকার দীপা দাশমুন্সির নামে বেশ কিছু দেওয়াল লিখন হয়েছে।

ব্লক কংগ্রেস সভাপতি হাজি মুজাফফর বলেন, "আমরা আশাবাদী দীপা দাশমুন্সি রায়গঞ্জ কেন্দ্র থেকে ৫০ হাজার ভোটে জিতবেন। তৃণমূল কংগ্রেস ও CPI(M) কংগ্রেসকে ধুলিসাৎ করার চক্রান্ত করছে। আমরা লোকসভা নির্বাচনে CPI(M)-র সঙ্গে আসন সমঝোতার বিরোধী।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details