পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"জোট হলেও দীপা বউদি, জোট না হলেও দীপা বউদি", প্রচার কংগ্রেসের

CPI(M)-এর সঙ্গে আসন সমঝোতা হবে কি না তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কিন্তু, রায়গঞ্জ কেন্দ্রের প্রার্থী হিসেবে ইতিমধ্যেই মহম্মদ সেলিমের নাম ঘোষণা করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। আর তারপরই জেলা কংগ্রেসের সোশাল সাইটের পেজে দীপা দাশমুন্সির সমর্থনে শুরু হল প্রচার।

ফাইল ফোটো

By

Published : Mar 10, 2019, 2:25 AM IST

রায়গঞ্জ, ১০ মার্চ : CPI(M)-এর সঙ্গে আসন সমঝোতা হবে কি না তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কিন্তু, রায়গঞ্জ কেন্দ্রের প্রার্থী হিসেবে ইতিমধ্যেই মহম্মদ সেলিমের নাম ঘোষণা করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। আর তারপরই জেলা কংগ্রেসের সোশাল সাইটের পেজে দীপা দাশমুন্সির সমর্থনে শুরু হল প্রচার।

সোশাল সাইটের পেজে আপলোড করা হয়েছে প্রিয়রঞ্জন দাশমুন্সির সঙ্গে দীপা দাশমুন্সির ছবি। ক্যাপশন- "জোট হলেও দীপা বউদি, জোট না হলেও দীপা বউদি"।

২০১৪ সালে লোকসভা ভোটে রায়গঞ্জ কেন্দ্রে চতুর্মুখী লড়াই হয়েছিল। দীপা দাশমুন্সি হেরে গেলেও ভোটের ফারাক ছিল খুবই সামান্য। এবছর ভোটের অনেক আগে থেকেই রায়গঞ্জ সহ পুরো রাজ্যে BJP ও তৃণমূলকে পরাস্ত করার আহ্বান করে জোটের পথে এগোচ্ছিল কংগ্রেস ও CPI(M)। কিন্তু, রায়গঞ্জে প্রার্থী হিসেবে দীপা দাশমুন্সিকেই চাইছে জেলা কংগ্রেস নেতৃত্ব।

জেলা CPI(M)-র জেলা সম্পাদক ও বামফ্রন্টের জেলা কনভেনার অপূর্ব পাল বলেন, "জোট সম্পর্কে আমি কোনও মন্তব্য করতে পারব না। কিন্তু আমাদের দল তৃণমূল কংগ্রেস ও BJP বিরোধী ভোটব্যাঙ্ক যেন একই জায়গায় যায় তার আহ্বান করেছে। এর বিরুদ্ধে যদি কেউ থাকে তা দুর্ভাগ্যজনক।"

কংগ্রেস নেতা পবিত্র চন্দ বলেন, "চতুর্মুখী লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত। আগামী ১১ বা ১২ তারিখ দিল্লি থেকে এই লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে দীপা দাশমুন্সির নাম ঘোষণা করা হবে। কংগ্রেস থাকার সময় রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের উন্নয়ন এবং গত পাঁচ বছরে সেলিমের ব্যর্থতা নিয়েই আমরা প্রচার শুরু করব।"

ABOUT THE AUTHOR

...view details