রায়গঞ্জ, 26 মার্চ: রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ (Rahul Gandhi Disqualification as MP) হওয়ায় বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের পক্ষ থেকে রেল রোকো কর্মসূচি পালন করা হল শনিবার । রায়গঞ্জ স্টেশনে এই কর্মসূচি পালিত হয় । কংগ্রেসের প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেসের জেলা সভাপতি মোহিত সেনগুপ্তের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয় ।
2019 সালের লোকসভা নির্বাচন চলাকালীন কর্ণাটকে প্রচারে গিয়ে মোদি পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন রাহুল গান্ধি ৷ ওই মন্তব্যকে ঘিরে গুজরাতের বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদি সুরাত আদালতে (Surat Court) একটি মামলা দায়ের করেন । ওই মামলায় গত বুধবার রাহুল গান্ধিকে দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ডে নির্দেশ দেয় আদালত ৷ 50 হাজার টাকা জরিমানাও করা হয় ।
একই সঙ্গে রাহুল গান্ধিকে জামিনও দেয় আদালত । রাহুল গান্ধিকে উচ্চতর আদালতে আবেদনের জন্য একমাসের সময়ও দেয় আদালত । এই সিদ্ধান্তের পরই দেশ জুড়ে শুরু হয় কংগ্রেসের প্রতিবাদ । সারা দেশে জুড়ে কংগ্রেস কর্মীদের আন্দোলনে নামার কথা ঘোষণা করে সর্বভারতীয় কংগ্রেস । সেই নির্দেশেই শুক্রবারে সন্ধ্যায় রায়গঞ্জের গান্ধিমূর্তির পাদদেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) কুশপুতুল পোড়ানো হয় ৷