পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভবঘুরেদের সান্তাক্লজ রায়গঞ্জের বিধায়ক - raigunj

বিগত 11 বছর ধরে বড় দিনের দিনে সান্তাক্লজের রূপেই দেখা যায় রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্তকে । রায়গঞ্জ শহরের দুঃস্থ মানুষদের কম্বল, কেক্র​ প্যাকেট ও পানীয় জলের বোতল বিতরণ করেন তিনি ।

image
সান্তাক্লজের ভূমিকায় বিধায়ক

By

Published : Dec 25, 2019, 8:54 AM IST

Updated : Dec 25, 2019, 9:08 AM IST

রায়গঞ্জ, 25 ডিসেম্বর : ভবঘুরেদের কাছে সান্তাক্লজের ভূমিকায় রায়গঞ্জের কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্ত ৷ মঙ্গলবার রাত 12টা বাজতেই সান্তাক্লজ ভূমিকায় রায়গঞ্জ স্টেশনে ভবঘুরেদের সামনে পৌঁছে গেলেন তিনি ৷ উপহার হিসাবে তাদের হাতে তুলে দিলেন কম্বল, ও কেকের প্যাকেট ৷ আর হাতের কাছে বিধায়ককে সান্তার ভূমিকায় পেয়ে আপ্লুত ভবঘুরেরা ।

বিগত 11 বছর ধরে বড় দিনের দিনে সান্তাক্লজের রূপেই দেখা যায় রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্তকে । রায়গঞ্জ শহরের দুঃস্থ মানুষদের কম্বল, কেকের প্যাকেট ও পানীয় জলের বোতল বিতরণ করেন তিনি । ঘড়ির কাঁটায় রাত 12টা বাজতেই শুরু হয় বড়দিনের উৎসব । আর ঠিক সেই সময়টাতেই হাতে শীতের কম্বল আর বড়দিনের কেক হাতে নিয়ে মোহিতবাবু আসেন আশ্রয়হীন মানুষদের কাছে ।

সান্তাক্লজের রুপে রায়গঞ্জের বিধায়ক

এই বিষয়ে মোহিতবাবুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ''বিগত 11 বছর ধরে একইভাবে এই বড়দিনের উৎসবে ছোট বড় সকলকে নিয়ে আনন্দে মেতে উঠি ।'' দুঃস্থ মানুষদের প্রতি বছরই শীতবস্ত্র দিয়ে তাঁদের শীতের কষ্ট কিছুটা লাঘব করার চেষ্টা করেন তিনি ।

Last Updated : Dec 25, 2019, 9:08 AM IST

ABOUT THE AUTHOR

...view details