রায়গঞ্জ, 20 ফেব্রুয়ারি : একসময় এই শহর জাতীয় কংগ্রেসের দূর্গ বলে পরিচিত ছিল ৷ প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সর্বভারতীয় কংগ্রেসের শীর্ষ নেতা প্রিয়রঞ্জন দাসমুন্সিকে কেন্দ্র করে রমরমিয়ে চলত কংগ্রেসের আধিপত্য । সেই কালিয়াগঞ্জ তথা প্রিয়রঞ্জন দাসমুন্সির জন্মভিটে কালিয়াগঞ্জ আসন্ন পৌরভোটে কংগ্রেস 17টির মধ্যে মাত্র 11টিতে প্রার্থী দিতে পেরেছে । বাকি আসনে সমর্থন করেছে নির্দল প্রার্থীদের । প্রিয়-হীন এই শহরে এখন অস্তগামী জাতীয় কংগ্রেস, দাবি শাসকদলের । এই শহরে পৌরভোটে হাত চিহ্নের লড়াই আজ অস্তিত্ব টিকিয়ে রাখার (Congress existence raise question in Priya Ranjan Dasmunsi home Kaliyaganj) ।
কালিয়াগঞ্জ শহর কংগ্রেসের আঁতুড়ঘর । সব জেলা তথা রাজ্য কংগ্রেসের নীতি নির্ধারণ হত এখান থেকে । সর্বভারতীয় কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সির পর তাঁর যোগ্য উত্তরসূরি হয়ে উঠেছিলেন স্ত্রী দীপা দাসমুন্সি । পৌরসভা গঠনের পর থেকে কংগ্রেসের দখলে ছিল কালিয়াগঞ্জ ।
2016-র নির্বাচনেও কংগ্রেস জয়লাভ করে পৌরবোর্ড গঠন করলেও তা ধরে রাখতে পারেনি । কংগ্রেস ভেঙে একাধিক কংগ্রেস কাউন্সিলর যোগ দেন তৃণমূলে । কালিয়াগঞ্জ পৌরবোর্ড গঠন করে তৃণমূল কংগ্রেস । ধীরে ধীরে এখানকার কংগ্রেস থেকে দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগ দেয় হাজারে হাজারে কংগ্রেস নেতা কর্মী সমর্থকেরা । চরম অস্তিত্ব সঙ্কটের মুখোমুখি হয় কংগ্রেস ।
আরও পড়ুন : Bengal Civic Poll 2022 : পৌরভোটে ভাটপাড়া-সহ ব্যারাকপুরের শান্তিরক্ষায় তৎপর লালবাজার