দৃশ্য দূষণের জেরে দেওয়াল লিখনে না কংগ্রেস প্রার্থীর রায়গঞ্জ, 1 জুলাই: আর বাকি সপ্তাহখানেক ৷ তারপরেই পঞ্চায়েত ভোট ৷ আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে চারিদিকে প্রচারের ঘনঘটা। দেওয়াল লিখন, ফ্ল্যাগ ফেস্টুনে ছয়লাপ চতুর্দিক । প্রচারে খামতি রাখতে চায় না শাসক থেকে বিরোধী কোন দলই । রাজ্যের জেলায় জেলায় যখন একই ছবি, তখন রায়গঞ্জ ব্লজের বিন্দোল গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস প্রার্থীর প্রচারে দেখা গেল ভিন্ন দৃশ্য ৷
এই আসনে কংগ্রেস মনোনীত প্রার্থী হয়েছেন মনসুর আলি । একসময় এলাকার জনপ্রিয় তৃণমূল নেতা হিসেবে পরিচিত ছিলেন তিনি । কিন্তু ভোটের আগে দলের প্রতি অসন্তোষ ব্যক্ত করে তিনি যোগ দেন কংগ্রেসে । আসন্ন নির্বাচনে তিনি কংগ্রেসের প্রার্থী হয়েছেন । এই বুথে তৃণমূল কিংবা বিজেপির যখন জোরকদমে দেওয়াল লিখন চলছে, তখন মনসুর আলির নামে কোনও দেওয়াল লিখন বা ব্যানার ফেস্টুন পড়ল না চোখে । কিন্তু কেন?
মনসুর আলি জানিয়েছেন, তিনি রয়েছেন মানুষের মনের দেওয়ালে ও মনের খেয়ালে । তাই কংক্রিটের দেওয়ালে লিখনের দরকার নেই ৷ দেওয়াল লিখলেই ভোটে জেতা যায় না । তিনি পাঁচ বছর ধরে মানুষের দেওয়ালে লিখেছেন । আর সেই লিখন কখনও মোছা যাবে না । মনসুর বলেন, "দক্ষিণ বিন্দোল সংসদে 327টি বাড়ি । ভোটার সংখ্যা 1 হাজার 268 জন । সারা বছর মানুষের পাশে দাঁড়াই আমি । মানুষের জন্য কাজ করি । তাই জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ।" তাঁর মতে, ব্যানার ও দেওয়াল লিখনে দৃশ্য দূষণ হয় । তবে দেওয়াল লিখন বা ব্যানার না-থাকলেও প্রচারে পিছিয়ে নেই তিনি ।
আরও পড়ুন:করমণ্ডল বিপর্যয় থেকে গোপাল ভাঁড়, পঞ্চায়েত নির্বাচনের দেওয়াল লিখনে হরেক কার্টুন
মনসুরের প্রতি ভরসাও রাখছেন গ্রামবাসীদের অনেকেই । গ্রামবাসী বিপতি বর্মন বলেন, "মনসুর আমাদের মনের ভেতরে আছে, তাই মনসুরের দেওয়াল লিখনের প্রয়োজন নেই । তাছাড়া মনসুর আমাদের গ্রামের ছেলে ৷ আপদে বিপদে আমরা সব সময় তাঁকে পাই । সব দিক দিয়েই মনসুর আমাদের উপকার করে বলেই তাঁর এসবের দরকার নেই ।"