রায়গঞ্জ, ১২ ডিসেম্বর : শাশুড়িকে নিয়ে স্বামীর সঙ্গে বিবাদের জেরে দু'বছরের পুত্র সন্তানকে নিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন যুবতি । ঘটনাটি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার সুভাষগঞ্জের নসরতপুরের কাটাবাড়ি এলাকার। যুবতির নাম সাবিত্রী দাস রাজবংশী (23 ) । তাঁর সন্তান বিক্রম রাজবংশী । মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ৷
স্থানীয় সূত্রের খবর, বছর তিনেক আগে রায়গঞ্জ থানার সুভাষগঞ্জের কাটাবাড়ি এলাকার বাসিন্দা পেশায় কাঠমিস্ত্রী ভব রাজবংশীর সঙ্গে ইটাহার থানার সুরুন গ্রামের বাসিন্দা সাবিত্রী দাসের বিয়ে হয় । তাঁদের দু'বছরের পুত্র সন্তানও রয়েছে । বিয়ের পর থেকেই শাশুড়িকে নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা লেগেই থাকত । ভবর অভিযোগ, সাবিত্রী মানসিক ভারসাম্যহীন ছিলেন । বহরমপুরে তাঁর মানসিক রোগের চিকিৎসা চলছিল । স্ত্রী মাঝেমধ্যেই শাশুড়িকে মারধর করত । এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি ছিল ৷
শাশুড়িকে নিয়ে স্বামীর সঙ্গে বিবাদ, সন্তানকে নিয়ে আত্মহত্যা যুবতীর - Raigunj young women committed suicide
স্থানীয় সূত্রের খবর, বছর তিনেক আগে রায়গঞ্জ থানার সুভাষগঞ্জের কাটাবাড়ি এলাকার বাসিন্দা পেশায় কাঠমিস্ত্রী ভব রাজবংশীর সঙ্গে ইটাহার থানার সুরুন গ্রামের বাসিন্দা সাবিত্রী দাসের বিয়ে হয় । তাঁদের দু'বছরের পুত্র সন্তানও রয়েছে ।
ছবি
আজ সকালেও দু'জনের মধ্যে বিবাদ হয় । এরপর ভব বাড়ি থেকে কাজে বেড়িয়ে যান । কিছুক্ষণ পর বাড়ি ফিরে দেখেন স্ত্রী সন্তানকে নিয়ে আত্মহত্যা করেছেন । ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ ।