রায়গঞ্জ, 1 এপ্রিল : লকডাউনের ফলে কষ্টে আছে সাধারণ মানুষ । বিশেষত দিন আনি দিন খাই মানুষের অবস্থা সবচেয়ে খারাপ । এই পরিস্থিতিতে গরিব মানুষের মধ্যে বিনামূল্যে বিতরণ করার জন্য দেওয়া সরকারি চাল, গম, আটার কালোবাজারির অভিযোগ উঠল এক রেশন দোকান মালিকের বিরুদ্ধে। গতরাতে ওই রেশন দোকান থেকে মালবাহী একটি গাড়িকে আটক করে বিক্ষোভ দেখান এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের মাছোল এলাকায়। স্থানীয়রা ওই মালবাহী গাড়িটিকে আটক করে করণদিঘি থানার পুলিশের হাতে তুলে দেন।
মাছোল এলাকার রেশন দোকান মালিক অনাদিচরণ সিংহের উপর দীঘদিন ধরে নজর রাখছিলেন এলকার বাসিন্দারা। দোকান মালিক মাঝেমধ্যেই রাতে চাল, গম ,আটা বাইরে নিয়ে যেত বলে অভিযোগ। একইরকমভাবে মঙ্গলবার গোডাউনে চাল , গম ঢুকতেই রাতে একটি গাড়িতে বোঝাই করে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। স্থানীয়রা ট্রাকসহ ওই চাল, গম আটক করেন। সেইসময় চালকসহ গাড়ির অন্যান্যরা পালিয়ে যায়।