রায়গঞ্জ, 10 জানুয়ারি : কোভিড যোদ্ধা পুলিশ কর্মী ও হোমগার্ডদের শুভেচ্ছা বার্তা পাঠালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর নির্দেশমতো আজ উত্তর দিনাজপুর জেলায় কোভিড যোদ্ধা পুলিশ কর্মীদের হাতে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা তুলে দেন থানার ভারপ্রাপ্ত আধিকারিকেরা ।
উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপা এবং হেমতাবাদ থানার ওসি দিলীপ রায় থানার পুলিশ কর্মী ও হোমগার্ডদের হাতে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা তুলে দেন । শুভেচ্ছাবার্তায় লেখা ছিল, "কোভিড 19 মোকাবিলায় একজন কোভিড যোদ্ধা হিসেবে যেভাবে সর্বশক্তি দিয়ে মানুষের পাশে থেকে সহায়তা করেছেন এবং তাদের সেবা করে চলেছেন সেজন্য শুরুতেই আমি আপনাদের এবং আপনাদের পরিবারের সকলকে কুর্নিশ জানাই ৷"