পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মমতার সভা থেকে ফেরার পথে চোপড়ায় তৃণমূলকর্মীদের উপর হামলা - loksabha

মমতা বন্দ্যোপাধ্যায়ের চোপড়ার জনসভায় যোগ দিতে গিয়েছিলেন যে তৃণমূল কর্মীরা, তাঁদের উপর হামলার অভিযোগ উঠল কংগ্রেস, CPI(M) ও BJP-র বিরুদ্ধে। ঘটনাস্থানে চোপড়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত - সঞ্জীব দাস

By

Published : Apr 11, 2019, 2:40 PM IST

Updated : Apr 11, 2019, 3:37 PM IST

রায়গঞ্জ, 11 এপ্রিল : মমতা বন্দ্যোপাধ্যায়ের চোপড়ার জনসভায় গতকাল যোগ দিতে গিয়েছিলেন যে তৃণমূলকর্মীরা, তাঁদের উপর হামলার অভিযোগ উঠল কংগ্রেস, CPI(M) ও BJP-র কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় দাসপাড়ার লালবাজার তৃণমূল বুথ সভাপতি গোলাম মোস্তাফাকে মারধর করা হয়। তাকে দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয়েছে। এছাড়া দাসপাড়া পঞ্চায়েত প্রধান তৃণমূলের সোহার বানুর বাড়িতে গুলি চালিয়ে হামলা হয়েছে। কংগ্রেসের নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়ার পালটা অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

আহত - সঞ্জীব সাহা

গতরাতে উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের দাসপাড়া, লালবাজার, গোয়াবাড়ি, ঘিরিনিগাঁও এলাকায় এই হামলা হয়। ঘটনাস্থানে চোপড়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তৃণমূলের অভিযোগ, এলাকার কংগ্রেস, CPI(M) ও BJP মিলে তৃণমূলকর্মীদের মারধর করে। তাদের মোটরবাইক, টাকা কেড়ে নেয়।

স্থানীয় তৃণমূল নেতা মহম্মদ আজহার বলেন, "নির্বাচনী কার্যালয়েও ভাঙচুর করা করা হয়। মুখ্যমন্ত্রীর ছবি সহ পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলা হয়।" স্থানীয় কংগ্রেস নেতা মতিউর রহমানের পালটা অভিযোগ, তৃণমূল কংগ্রেসই এলাকায় সন্ত্রাস চালিয়ে তাদের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করে।

Last Updated : Apr 11, 2019, 3:37 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details