রায়গঞ্জ, 26 মে : রাস্তা তৈরির জন্য মাটি ফেলা নিয়ে ব্যাপক সংঘর্ষে জড়াল 2 গ্রামের বাসিন্দারা । 2 গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে গুরুতর জখম হন কয়েকজন মানুষ । তাঁদের ভরতি করা হয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে । ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ ।
রাস্তায় মাটি ফেলা নিয়ে 2 গ্রামের সংঘর্ষ - রাস্তায় মাটি ফেলা নিয়ে সংঘর্ষ 2 গ্রামের, জখম কয়েকজন
পুলিশ সূত্রে জানা গেছে, মূলত রাস্তা তৈরি করা নিয়ে গন্ডগোল শুরু হয় ৷ এরপর বচসা চরমে পৌঁছায় ৷ রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম পঞ্চায়েত এলাকার লউসগ্রাম ও ট্যাগরা গ্রামের বাসিন্দাদের মধ্যে মূলত গন্ডগোল শুরু হয় ।
![রাস্তায় মাটি ফেলা নিয়ে 2 গ্রামের সংঘর্ষ clash between two villages in north dinajpur](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7356850-508-7356850-1590499826586.jpg)
পুলিশ সূত্রে জানা গেছে, মূলত রাস্তা তৈরি করা নিয়ে গন্ডগোল শুরু হয় ৷ এরপর বচসা চরমে পৌঁছায় ৷ রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম পঞ্চায়েত এলাকার লউসগ্রাম ও ট্যাগরা গ্রামের বাসিন্দাদের মধ্যে মূলত গন্ডগোল শুরু হয় । খবর পেয়ে ঘটনাস্থানে আসে রায়গঞ্জ থানার পুলিশ বাহিনী ৷ এলাকায় গিয়ে পরিস্থিতি সামাল দেয় । এই মুহূর্তে এলাকায় পুলিশ ক্যাম্প তৈরি করা হয়েছে । রায়গঞ্জ থানার পুলিশ 2 গ্রামেই ঘটনার সঙ্গে যুক্ত দুষ্কৃতীদের তল্লাশি শুরু করেছে । পুলিশ জানিয়েছে. এলাকায় একটি পাকা রাস্তা তৈরি হওয়ার কাজ শুরু হয়েছিল । সেখানেই মাটি ফেলা নিয়ে মূলত 2 গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় । ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর চড়াও হয় 2 গ্রামের লোকেরা । বেশ কয়েকজনের মাথায় গুরুতর চোট লেগেছে ।
এবিষয়ে রায়গঞ্জ পুলিশ সুপার সুমিত কুমার বলেন, রাস্তার কাজ নিয়ে 2 গ্রামের মানুষদের মধ্যে সংঘর্ষ হয় । বেশ কয়েকজন আহত হয়েছে । তাঁদেরকে হাসপাতালে ভরতি করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ ।