রায়গঞ্জ, 11 মে : জমি নিয়ে শরিকি বিবাদের জেরে (Land Problem) পুড়িয়ে দেওয়া হল ঘরবাড়ি । এলাকায় উত্তেজনা । ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার কৃষ্ণমুড়ি গ্রামে (Raiganj Clash)। ঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগের তির উঠেছে স্থানীয় শীতগ্রাম গ্রামপঞ্চায়েতের সদস্যার স্বামী ইফতেকার আলি-সহ তাঁর ভাইদের বিরুদ্ধে । অভিযুক্তদের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার শীতগ্রাম গ্রামপঞ্চায়েতের কৃষ্ণমুড়ি গ্রামের বাসিন্দা পেশায় কৃষক মনসুর আলি তাঁর নিজের পাঁচ বিঘা জমিতে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে সংসার করছিলেন । ওই পাঁচ বিঘা জমি মনসুর আলির নামেই রেকর্ড করা রয়েছে । অভিযোগ, এদিন সকালে স্থানীয় শীতগ্রাম গ্রামপঞ্চায়েতের সদস্যা রুনা লায়লার স্বামী তথা মনসুর আলির শরিক ইফতেখার আলি ও তাঁর ভাইয়েরা দলবল নিয়ে এসে মনসুরের জমিটি দখল করতে আসে । মনসুর আলি সেই সময় বাড়িতে না থাকায় পঞ্চায়েত সদস্যার স্বামী ইফতেখার ও তাঁর দলবল নিয়ে মনসুরের বাড়িতে হামলা চালায় ৷ বাড়ি ভাঙচুর করার পাশাপাশি বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ ।