চোপড়া, ১১ মার্চ : ভিলেজ পুলিশকে মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, তারা তৃণমূল কর্মী, সমর্থক। পরে এলাকার কংগ্রেস কর্মীরা ওই ভিলেজ পুলিশকর্মীকে বাঁচাতে যান। সেসময় দু'দলের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। চলে গুলি। গুলিবিদ্ধ হন দুই কংগ্রেস কর্মী। নাম শাহিদ আলম ও মহম্মদ হাসিপ। তাঁদের উদ্ধার করে চোপড়ার দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি চোপড়া থানার লক্ষ্মীপুর গ্রামের ডাঙিপাড়া এলাকার।
আজ সকালে চোপড়া থানার ভিলেজ পুলিশ মাসুদ আলম লক্ষ্মীপুরের এক পুলিশ অফিসারকে FIR-এর কাগজ দিতে যান। সেসময় তাঁর পথ আটকায় তৃণমূল কর্মীরা। প্রথমে মাসুদকে যেতে নিষেধ করে। কথা না শোনায় মারধর করা হয়। পরে এলাকার কংগ্রেস কর্মীরা তাঁকে বাঁচাতে আসে। দুই দলের সমর্থকদের মধ্যে ঝামেলা বাঁধে। অভিযোগ, তখনই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কংগ্রেস কর্মীদের লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয় শাহিদ ও হাসিপ। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় চোপড়া থানার পুলিশ।