পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভিলেজ পুলিশকে আটকে মারধর, কংগ্রেস-তৃণমূল কংগ্রেস সংঘর্ষে গুলিবিদ্ধ ২ - congress

ভিলেজ পুলিশকে মারধর, গুলিবিদ্ধ দুই কংগ্রেস কর্মী।

গুলিবিদ্ধ কংগ্রেস কর্মী

By

Published : Mar 11, 2019, 6:50 PM IST

চোপড়া, ১১ মার্চ : ভিলেজ পুলিশকে মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, তারা তৃণমূল কর্মী, সমর্থক। পরে এলাকার কংগ্রেস কর্মীরা ওই ভিলেজ পুলিশকর্মীকে বাঁচাতে যান। সেসময় দু'দলের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। চলে গুলি। গুলিবিদ্ধ হন দুই কংগ্রেস কর্মী। নাম শাহিদ আলম ও মহম্মদ হাসিপ। তাঁদের উদ্ধার করে চোপড়ার দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি চোপড়া থানার লক্ষ্মীপুর গ্রামের ডাঙিপাড়া এলাকার।

আজ সকালে চোপড়া থানার ভিলেজ পুলিশ মাসুদ আলম লক্ষ্মীপুরের এক পুলিশ অফিসারকে FIR-এর কাগজ দিতে যান। সেসময় তাঁর পথ আটকায় তৃণমূল কর্মীরা। প্রথমে মাসুদকে যেতে নিষেধ করে। কথা না শোনায় মারধর করা হয়। পরে এলাকার কংগ্রেস কর্মীরা তাঁকে বাঁচাতে আসে। দুই দলের সমর্থকদের মধ্যে ঝামেলা বাঁধে। অভিযোগ, তখনই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কংগ্রেস কর্মীদের লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয় শাহিদ ও হাসিপ। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় চোপড়া থানার পুলিশ।

এই ঘটনায়

গুলিবিদ্ধ কংগ্রেস কর্মী মহম্মদ হাসিপ বলেন, "রামগঞ্জ থেকে লক্ষ্মীপুর গ্রামে যাচ্ছিলাম। তৃণমূল কর্মীরা পায়ের পেছনে গুলি মারে।" অন্যদিকে ভিলেজ পুলিশ মাসুদ আলম বলেন, "লক্ষ্মীপুরে দুষ্কৃতীরা আমার পথ আটকায়। কথা না শোনায় তারা আমাকে মারধর করে।" অন্যদিকে

চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা মহম্মদ আজ়হারউদ্দিন বলেন, "কংগ্রেস কর্মী সমর্থকরাই তৃণমূল কর্মী, সমর্থকদের উপর গুলি চালিয়েছে। দু'তিনজন গুলিবিদ্ধ হয়েছে। যারা গুলি চালিয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হোক।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details