পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আচমকা কর্মহীন, রায়গঞ্জে বিক্ষোভ সিভিল ডিফেন্স কর্মীদের

কোরোনা আবহে প্রশাসন কৃষি বিপণন দপ্তরের চেকপোস্টগুলি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন একঝাঁক অস্থায়ী কর্মী।

Civil defense workers of checkpost
সিভিল ডিফেন্স কর্মী

By

Published : Aug 18, 2020, 4:12 PM IST

রায়গঞ্জ, 18 আগস্ট : কৃষি বিপণন দপ্তরের উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন চেকপোস্ট তুলে দেওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন একঝাঁক সিভিল ডিফেন্স কর্মী। ফের কাজে বহালের দাবিতে রায়গঞ্জ কর্ণজোড়ার জেলা কৃষি বিপণন বিভাগের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান তাঁরা।

তাঁদের অভিযোগ, কোরোনা মোকাবিলায় পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন । এখন আচমকা তাঁদের কাজ নেই বলে জানিয়েছে জেলা প্রশাসন। এখন কী করবেন, কোথায় যাবেন ! অতএব, ফের তাঁদের কাজে বহাল করা হোক বলে দাবি জানিয়েছেন উত্তর দিনাজপুর জেলা রেগুলেটেড মার্কেট কমিটির চেকপোস্টের কর্মচারীরা । বিক্ষোভের কথা জানতে পেরে কর্ণজোড়া পুলিশ ফাঁড়ির OC-র নেতৃত্বে পুলিশ বাহিনী এসে অস্থায়ী ডিফেন্স কর্মীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এরপর জেলাশাসকের দপ্তরে গিয়ে নিজেদের দাবিদাওয়া জানান সিভিল ডিফেন্স কর্মীরা ।

কর্মহীন হয়ে পড়েছেন একঝাঁক চোকপোস্ট কর্মী৷

জেলার কৃষি বিপণন বিভাগের বিভিন্ন চেকপোস্টে বেশ কয়েকজন অস্থায়ী ডিফেন্স কর্মী নিয়োগ করা হয়েছিল। কোরোনা আবহে মুখ্যমন্ত্রী কৃষি বিপণন দপ্তরের চেকপোস্টগুলি তুলে দেওয়ায় সিদ্ধান্ত নেওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন সেইসব কর্মী। একটা সময় এঁদের কোরোনা মোকাবিলায় কাজে লাগানো হয়েছিল। সম্প্রতি জেলা প্রশাসন এঁদের কাজে যোগ দিতে বারণ করেছে বলে জানা গিয়েছে ৷ ফলে, চেকপোস্টের এই কর্মীরা আচমকাই কর্মহীন হয়ে পড়েছেন। কাজ হারিয়ে পরিবার নিয়ে অসহায় অবস্থায় দিন কাটছে তাঁদের। এই কারণেই ফের কাজে বহালের দাবিতে আন্দোলন শুরু করেছেন চেকপোস্টের কর্মীরা।

এক অস্থায়ী ডিফেন্স কর্মী মুজাফফর হুসেন বলেন, "জেলা প্রশাসন কাজে আসতে বারণ করেছে । অথচ, কোরোনা পরিস্থিতিতেও আমরা প্রাণ ঢেলে কাজ করছিলাম। আজ প্রশাসন আমাদের কর্মহীন করতে চাইছে। এর প্রতিবাদেই বিক্ষোভ ।"

ABOUT THE AUTHOR

...view details