রায়গঞ্জ, 23 নভেম্বর : দু'টি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক সিভিক ভলান্টিয়ারের ৷ উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার মাস্টারচক এলাকার ঘটনা ৷
ইসলামপুরে দু'টি বাইকের সংঘর্ষে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের - সিভিক ভলান্টিয়রের মৃত্যু
উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার মাস্টারচক এলাকায় দুর্ঘটনাটি ঘটে ৷ মৃত্যু হয় একজনের ।
মৃত্যু সিভিক ভলান্টিয়রের
মৃতের নাম সনৎ মণ্ডল (29) ৷ তাঁর দাদা বাবলু মণ্ডল বলেন, রবিবার কাজ সেরে বাড়ি ফেরার সময় বেঙ্গল টু বেঙ্গল রোডে মাস্টারচকের কাছে একটি টুরিস্ট বাইকের সঙ্গে ধাক্কা লাগে ৷ মোটরবাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান তিনি ৷ স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানেই তাঁর মৃত্যু হয় ।
খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ ৷