পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"ছাত্রীরা সব সুবিধা থেকে বঞ্চিত", কন্যাশ্রী অনুষ্ঠান বয়কট চোপড়া গার্লস হাইস্কুলের

স্কুলে একাধিক সমস্যা থাকলেও সেগুলির সমাধান হয়নি বলে অভিযোগ ৷ অনেক ক্ষেত্রেই বঞ্চিত হচ্ছে ছাত্রীরা ৷ প্রধান শিক্ষিকার মল্লিকা সাহার অভিযোগ, দিনের পর দিন নানান বঞ্চনার শিকার হওয়ার পরই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন । তাঁর অভিযোগ, স্কুলে প্রায় 3500 হাজার ছাত্রী থাকলেও কোনও শৌচালয় নেই ৷ ছাত্রীদের বাইরেই শৌচকর্ম করতে হয় ৷ বারবার BDO, DM-কে জানালেও কোনও কাজ হয়নি ৷

চোপড়া গার্লস হাইস্কুল

By

Published : Aug 15, 2019, 11:09 PM IST

চোপড়া, 15 অগাস্ট: স্কুলের সাইকেল স্ট্যান্ডের জন্য সরকার বরাদ্দ করেছিল ১১ লাখ টাকা ৷ কিন্তু সেই টাকা প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান করণ মার্ডি আত্মসাৎ করেছেন ৷ এছাড়াও স্কুলের ছাত্রীরা একাধিক সুযোগ- সুবিধা থেকে বঞ্চিত ৷ এইসব অভিযোগ তুলে কন্যাশ্রী অনুষ্ঠান বয়কট করল চোপড়া গার্লস হাইস্কুল । আজ স্কুলের খুব কাছেই কন্যাশ্রী অনুষ্ঠান হয় ৷ তাতে অন্য স্কুলের ছাত্রীরা যোগ দিলেও সেখানে যায়নি চোপড়া গার্লস হাইস্কুলের ছাত্রীরা ।

স্কুলে একাধিক সমস্যা থাকলেও সেগুলির সমাধান হয়নি বলে অভিযোগ ৷ অনেক ক্ষেত্রেই বঞ্চিত হচ্ছে ছাত্রীরা ৷ প্রধান শিক্ষিকার মল্লিকা সাহার অভিযোগ, দিনের পর দিন নানান বঞ্চনার শিকার হওয়ার পরই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন । তাঁর অভিযোগ, স্কুলে প্রায় 3500 হাজার ছাত্রী থাকলেও কোনও শৌচালয় নেই ৷ ছাত্রীদের বাইরেই শৌচকর্ম করতে হয় ৷ বারবার BDO, DM-কে জানালেও কোনও কাজ হয়নি ৷ বারবার চিঠিও দেওয়া হয়েছে ৷ মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষও এসেছিলেন ৷ কিন্তু কাজের কাজ কিছুই হয়নি ৷ বারবার জিজ্ঞাসাবাদ করা হলেও শৌচালয় তৈরির জন্য কোনও টাকা বরাদ্দ করা হয়নি ৷ সম্প্রতি অভিভাবকদের থেকে টাকা তুলে শৌচালয় তৈরির চেষ্টা করা হচ্ছে ৷ এছাড়াও তাঁর আরও অভিযোগ, ছাত্রীদের মিড ডে মিল খেতে হয় খোলা আকাশের নিচে বসেই ৷ নেই কোনও শেডের ব্যবস্থা ৷ বারবার এই বিষয়ে আবেদন করলেও প্রশাসনের তরফে কোনও সাড়া মেলেনি ৷ BDO অফিস অন্য তিনটি স্কুলের মিড মিল খাওয়ার জন্য শেড তৈরি করে দিয়েছে ৷ কিন্তু চোপড়া গার্লস হাইস্কুলে তা দেওয়া হয়নি ৷ এছাড়াও স্কুলে ঘরের অভাব রয়েছে ৷ ছাত্রীদের বসার জায়গা দিতে পারা যায় না ৷ শিক্ষিকার সংখ্যাও কম ৷ বারবার আবেদন করা হয়েছে ঘরের সংখ্যা বাড়ানোর জন্য ৷ সেক্ষেত্রেও মেলেনি টাকা ৷ তাছাড়া স্কুলের একটি জমি রয়েছে ৷ সেই জমিটিতে মাটি ফেলে স্কুলের একটি মাঠ করার আবেদন জানানো হয়েছিল ৷ সেই বিষয়ও কোনও পদক্ষেপ করা হয়নি ৷ বর্ষায় স্কুলে জল জমে যায় ৷ বিষয়টি সমাধানে টাকা বরাদ্দ হওয়ার কথা থাকলেও তা হয়নি ৷ এছাড়াও হয়নি বৃক্ষরোপণের কাজ ৷

সবরকম সুযোগ-সুবিধা থেকে চোপড়া গার্লস হাইস্কুল বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ মল্লিকাদেবীর ৷ তাঁর কথায়, "মেয়েদের জন্যই এই প্রকল্প ৷ তাদেরই যদি বঞ্চনার শিকার হতে হয় তাহলে ওই অনুষ্ঠানে গিয়ে কী লাভ?" । তিনি বলেন, "সংখ্যালঘু কোটায় চোপড়া গার্লস হাইস্কুলের জন্য মিড ডে মিলের ঘর, পানীয় জল ও শৌচালয় করার কথা থাকলেও সেটা চোপড়া হাইস্কুলের নামে করা হয়েছে । চোপড়া গার্লস হাইস্কুলের জন্য কিছুই হয়নি ৷ এছাড়া ২০১৭-১৮ সালে স্কুলের সাইকেল স্ট্যান্ডের জন্য ১১ লাখ টাকা বরাদ্দ হলেও সেই টাকা চোপড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তুলে নিয়েছেন । এইসব কারণেই গতকাল চোপড়া ব্লকের কন্যাশ্রী দিবস অনুষ্ঠান পালন বয়কট করা হয়েছে ।"

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প আন্তর্জাতিক স্বীকৃতি সম্পন্ন কন্যাশ্রী প্রকল্পের ষষ্ঠ বর্ষ পূর্তি উপলক্ষ্যে সারা রাজ্যের প্রতিটি ব্লকে উদযাপন করা হচ্ছে কন্যাশ্রী দিবস অনুষ্ঠান । গতকাল উত্তর দিনাজপুরের চোপড়া ব্লক প্রশাসনের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় । সেই অনুষ্ঠান বয়কট করে প্রতিবাদ জানিয়েছেন মল্লিকাদেবী । তবে এই বিষয়ে কিছুই জানেন না বলেন জানিয়েছেন করণ মার্ডি । তিনি বলেন, "এমন অভিযোগ ভিত্তিহীন । আমি ওই শিক্ষিকার নামে পালটা নোটিশ করব ।" চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details