চোপড়া, 15 অগাস্ট: স্কুলের সাইকেল স্ট্যান্ডের জন্য সরকার বরাদ্দ করেছিল ১১ লাখ টাকা ৷ কিন্তু সেই টাকা প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান করণ মার্ডি আত্মসাৎ করেছেন ৷ এছাড়াও স্কুলের ছাত্রীরা একাধিক সুযোগ- সুবিধা থেকে বঞ্চিত ৷ এইসব অভিযোগ তুলে কন্যাশ্রী অনুষ্ঠান বয়কট করল চোপড়া গার্লস হাইস্কুল । আজ স্কুলের খুব কাছেই কন্যাশ্রী অনুষ্ঠান হয় ৷ তাতে অন্য স্কুলের ছাত্রীরা যোগ দিলেও সেখানে যায়নি চোপড়া গার্লস হাইস্কুলের ছাত্রীরা ।
স্কুলে একাধিক সমস্যা থাকলেও সেগুলির সমাধান হয়নি বলে অভিযোগ ৷ অনেক ক্ষেত্রেই বঞ্চিত হচ্ছে ছাত্রীরা ৷ প্রধান শিক্ষিকার মল্লিকা সাহার অভিযোগ, দিনের পর দিন নানান বঞ্চনার শিকার হওয়ার পরই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন । তাঁর অভিযোগ, স্কুলে প্রায় 3500 হাজার ছাত্রী থাকলেও কোনও শৌচালয় নেই ৷ ছাত্রীদের বাইরেই শৌচকর্ম করতে হয় ৷ বারবার BDO, DM-কে জানালেও কোনও কাজ হয়নি ৷ বারবার চিঠিও দেওয়া হয়েছে ৷ মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষও এসেছিলেন ৷ কিন্তু কাজের কাজ কিছুই হয়নি ৷ বারবার জিজ্ঞাসাবাদ করা হলেও শৌচালয় তৈরির জন্য কোনও টাকা বরাদ্দ করা হয়নি ৷ সম্প্রতি অভিভাবকদের থেকে টাকা তুলে শৌচালয় তৈরির চেষ্টা করা হচ্ছে ৷ এছাড়াও তাঁর আরও অভিযোগ, ছাত্রীদের মিড ডে মিল খেতে হয় খোলা আকাশের নিচে বসেই ৷ নেই কোনও শেডের ব্যবস্থা ৷ বারবার এই বিষয়ে আবেদন করলেও প্রশাসনের তরফে কোনও সাড়া মেলেনি ৷ BDO অফিস অন্য তিনটি স্কুলের মিড মিল খাওয়ার জন্য শেড তৈরি করে দিয়েছে ৷ কিন্তু চোপড়া গার্লস হাইস্কুলে তা দেওয়া হয়নি ৷ এছাড়াও স্কুলে ঘরের অভাব রয়েছে ৷ ছাত্রীদের বসার জায়গা দিতে পারা যায় না ৷ শিক্ষিকার সংখ্যাও কম ৷ বারবার আবেদন করা হয়েছে ঘরের সংখ্যা বাড়ানোর জন্য ৷ সেক্ষেত্রেও মেলেনি টাকা ৷ তাছাড়া স্কুলের একটি জমি রয়েছে ৷ সেই জমিটিতে মাটি ফেলে স্কুলের একটি মাঠ করার আবেদন জানানো হয়েছিল ৷ সেই বিষয়ও কোনও পদক্ষেপ করা হয়নি ৷ বর্ষায় স্কুলে জল জমে যায় ৷ বিষয়টি সমাধানে টাকা বরাদ্দ হওয়ার কথা থাকলেও তা হয়নি ৷ এছাড়াও হয়নি বৃক্ষরোপণের কাজ ৷