রায়গঞ্জ, 9 মে: চিকিৎসার অভাবে নাবালিকার মৃত্যুর অভিযোগ ইসলামপুর মহকুমা হাসপাতালে । ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল হাসপাতালে । নাবালিকার মৃতদেহ হাসপাতালের সামনে রেখে বিক্ষোভ দেখালেন পরিজনেরা । মৃতের নাম খুশি বেগম (7)। বাড়ি ইসলামপুর থানার ঘোড়ামারা এলাকায় । পরিবারের তরফে ইসলামপুর থানা এবং হাসপাতাল সুপারের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে ৷
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে হঠাৎ করেই শ্বাসকষ্ট শুরু হয় খুশির । চিকিৎসার জন্য তড়িঘড়ি তাকে ইসলামপুর হাসপাতালে নিয়ে আসেন পরিবারের লোকজন । অভিযোগ, প্রথমে তাঁদের মেয়ে সুস্থ রয়েছে জানিয়ে কিছু ওষুধ দিয়ে ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে । তাঁরা মেয়েকে হাসপাতালে ভর্তি করার জন্য বহুবার অনুরোধ করেন ৷ তাও তাকে ভর্তি নেওয়া হয়নি । এরপর এদিন সকালে ফের শ্বাসকষ্ট শুরু হলে হাসপাতালে নিয়ে আসার আধ ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় মেয়ের ।