রায়গঞ্জ, 10 অগস্ট: উত্তর 24 পরগনার হাবড়ায় গণনা কেন্দ্রে সিপিএম প্রার্থীকে হারাতে ব্যালট খেয়ে নিয়েছিলেন তৃণমূল প্রার্থী মহাদেব মাটি। সিপিএম প্রার্থী রবীন্দ্রনাথ মজুমদারের এমন অভিযোগে চক্ষুচড়ক গাছ হয়ে যায় ভোটারদের। এমন ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল রাজ্যজুড়ে। এবার সেই অবাক করা ঘটনার পুনরাবৃত্তি হল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ৷ তবে খেয়ে নিয়েছেন ঠিকই কিন্তু ব্যালট নয়, বিজেপির প্রার্থীর জয়ের শংসাপত্র! আর এহেন ন্যক্কারজনক ঘটনায় তোলপাড় উত্তর দিনাজপুর জেলা ৷
জানা গিয়েছে, রায়গঞ্জ ব্লকের 14 নম্বর কমলাবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার বোর্ড গঠন প্রক্রিয়া ছিল। ফলে সকাল থেকেই টানটান উত্তেজনার পরিবেশ ছিল। পুলিশের কড়া নিরাপত্তায় শুরু হয় যাবতীয় প্রক্রিয়া। অথচ বেলা বাড়তেই আচমকা উত্তেজনা ছড়িয়ে পড়ে ৷ পঞ্চায়েত দফতরের ভিতরে যখন প্রধান নির্বাচনের জন্য ভোটাভুটি চলছিল তখন হঠাৎ তৃণমূলের এক সদস্য বিজেপির জয়ী সদস্যর শংসাপত্র হাত থেকে কেড়ে টুকরো টুকরো করে ছিঁড়ে টপাটপ গলায় পুরে নেন।