রায়গঞ্জ, 3 ডিসেম্বর:ওপারের পরিজনদের সঙ্গে দেখা করতে গিয়ে বিএসএফের লাঠির আঘাতে জখম হল শিশু । জখম হয়েছেন মহিলারাও।এমনটাই অভিযোগ উঠল (Chaos in Milan Mela) । অপ্রীতিকর এই ছবি ধরা পড়েছে হেমতাবাদ ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্ত (Indo-Bangladesh Border) এলাকার মাকরা গ্রামে । বাংলাদেশের মানুষেরা কাঁটাতারের বেড়ার কাছে আসতে পারলেও ভারতের সাধারণ মানুষ আসতে না পারায় মন খারাপ হয়ে পড়ে । জোড় করে সাধারণ মানুষেরা কাঁটাতারের সামনে যেতে গেলে বিএসএফ তাদের উপর লাঠিচার্জ করে বলে অভিযোগ । বিএসএফের লাঠির আঘাত পড়ে এক শিশুর উপর পড়ে । ক্ষিপ্ত হয়ে উত্তেজিত মানুষেরা বিএসএফের উপর চড়াও হয়ে বিএসএফের দুই জওয়ানকে মারধর করে বলে পালটা অভিযোগ। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে । দীর্ঘ গোলমালে শেষে দুই বাংলার মিলন মেলা শুরু হয় ।
শতবর্ষ প্রাচীন বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার গোবিন্দপুরে এক কালী পুজোকে কেন্দ্র করে প্রতি বছর এক মিলন মেলার আয়োজন হয় । বর্তমানে কাঁটাতারের বেড়ার ওপারে এই পুজো নিয়ম নিষ্ঠার সঙ্গে পালন করছেন সেখানকার হিন্দু সম্প্রদায়ের মানুষেরা । এই পুজোকে কেন্দ্র করে যে মেলা হয়, তা দেশভাগের আগেও হতো । বাংলাদেশের সঙ্গে সঙ্গে কাঁটাতারের এপারেও বসে মেলা । দেশ ভাগ হয়ে যাবার ফলে কাঁটাতারের বাঁধন পড়েছে । ফলে বাড়ির পাশে থাকা আত্মীয়ের সঙ্গে সর্বক্ষণের সাক্ষাতেও বাধা পড়েছে । কিন্তু মেলার দিন নিজের আত্মীয়ের সঙ্গে সাক্ষাৎ কেউ হাতছাড়া করতে রাজী নয় । তাই শুধু হেমতাবাদ ব্লক নয়, গোটা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং শিলিগুড়ি থেকেও প্রচুর লোকের সমাগম হয় হেমতাবাদ ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তে ।